নয়াদিল্লি: দীপাবলির আগেই গতকাল নয়া আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই প্যাকেজ ঘোষণা করে দেশের কর্মসংস্থানের জোর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ইপিএফ সহ একাধিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম তথা ইসিএলজিএস নিয়েও বড় ঘোষণা করেন তিনি। একইসঙ্গে, কর্মসংস্থান এবং আয়কর সংক্রান্ত সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন্দ্রীয় তরফে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, এই এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিমের মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৬ টি ধুঁকতে থাকা ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে সরকারের তরফ থেকে। একটি কমিটির দ্বারা এই ক্ষেত্রগুলোকে নানা রকম সহায়তা করা হবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জানানো হয়েছে, এই সংস্থাগুলি ২০ শতাংশ আউটস্ট্যান্ডিং ক্রেডিট পাবে যা আগামী পাঁচ বছর ধরে শোধ করা যাবে। মূলত করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একই সঙ্গে তিনি আরো দাবি করেন, দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে, ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার বাড়বে।
অন্যদিকে, ইপিএফ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, যেসকল কর্মীরা ইপিএফ-এর আওতায় ছিলেন না এবং যারা ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাকরি হারিয়েছেন, তাদের যে সংস্থাগুলি নিয়োগ করবে তারা ‘আত্মনির্ভর রোজগার যোজনা’র সুবিধা পাবে। অন্যদিকে, ১ অক্টোবর থেকে যে সংস্থাগুলি চাকরি হারানো কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করবে, তাদের আগামী দু’বছরের জন্য এই সুবিধা দেওয়া হবে। তবে এসব কর্মীদের জন্য এই সুবিধা দেওয়া হবে না। যেসব কর্মীদের মাসিক বেতন ১৫,০০০ টাকার কম তারাই এই সুবিধা পাবেন। এর পাশাপাশি মোট ১২ টি ক্ষেত্রে একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা।