চালাও ফোয়ারা! তৃতীয় দফার লকডাউনে খুলছে মদের দোকান, থাকছে শর্ত

চালাও ফোয়ারা! তৃতীয় দফার লকডাউনে খুলছে মদের দোকান, থাকছে শর্ত

c47df4bde5ee7ebabe3c14642b74b6aa

নয়াদিল্লি: মদ দোকান খোলা থাকবে কি থাকবে না, তা নিয়ে এর আগে বহু গুজব উঠেছিল। এমনকী, দু'ঘণ্টার জন্য খোলা থাকবে দোকান, এমনও শোনা গিয়েছিল কানাঘুষো। কিন্তু কার্যক্ষেত্রে মদ্যপায়ীদের ভোগান্তির কোনও সুরাহাই মেলেনি প্রথম ও দ্বিতীয় দফার লকডাউনে। তবে তৃতীয় দফার লকডাউন চলাকালীন মদ দোকান খুলবে বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেক্ষেত্রে থাকবে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ৷ কী বলা হয়েছে সেই বিধিনিষেধে? কীসের ভিত্তিতেই বা খোলা থাকবে মদের দোকান?

তৃতীয় দফায় জারি হয়েছে লকডাউন। ১৪ দিন বাড়িয়ে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। এরই পাশাপাশি করোনা সংক্রমণের ভিত্তিতে রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে জেলাগুলি। সেই তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। সেই জোনের ভিত্তিতেই নিয়ম কিছুটা শিথিল করার কথা ভেবেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র অনুসারে, গ্রিন জোনের অন্তর্ভুক্ত জেলাগুলির মদ ও পানের দোকান খোলা থাকবে তৃতীয় দফার লকডাউনের সময়। তবে সেখানেও কিছু নিয়ম মানতে হবে ক্রেতা ও বিক্রেতাকে।

কমপক্ষে ছ'ফুট দূরত্ব বজায় রাখতে হবে একে অন্যের মধ্যে। পাশাপাশি ৫ জনের বেশি ক্রেতা একসঙ্গে দোকানের সামনে ভিড় করতে পারবেন না। লাইন দেওয়ার সময় ক্রেতাদের মধ্যেও পরস্পর দূরত্ব বজায় রাখা বাঞ্ছনীয় বলেই জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সূত্রের খবর, মদ ও পানের দোকান খোলা থাকলেও লকডাউন চলাকালীন প্রকাশ্যে মদ্যপান বা পান, গুটখা, তামাকজাতীয় দ্রব্য খাওয়া যাবে না। এই নিয়ম সংক্রান্ত শুক্রবারের টুইটে এএনআই শুধুমাত্র গ্রিন জোনের কথা উল্লেখ করলেও সর্বভারতীয় সংবাদসংস্থা ইন্ডিয়া টুডে সূত্রের খবর, অরেঞ্জ জোনের ক্ষেত্রেও খোলা থাকবে মদের দোকান। এমনকী, রেড জোনেও খোলা থাকবে দোকান। সেক্ষেত্রে শপিং মল বা সুপার মার্কেটের মদ ও সিগারেটের কাউন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *