কারণ বারন লকডাউনে, নিষেধাজ্ঞা তামাকেও! নির্দেশিকা স্বাষ্ট্রমন্ত্রকের

কারণ বারন লকডাউনে, নিষেধাজ্ঞা তামাকেও! নির্দেশিকা স্বাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: বর্ধিত লকডাউনে মদ্যপানে ‘না’ করেছে কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তামাকজাত দ্রব্যে৷ 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং সোশ্যাল ডিস্টেনসিং বা সামাজিক দূরত্ব বজায় রাখতে মাদক ও তামাকজায় দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার৷  বুধবার কেন্দ্রের তরফে লকডাউনের নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে৷ ওই নির্দেশিকায় মদ, তামাকজাত দ্রব্য এবং গুটকা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ স্পষ্ট বলা হয়েছে, পাবলিক প্লেস বা কর্মক্ষেত্রে পান-তামাক-গুটখার পিক বা যত্রতত্র থুতু ফেললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে৷ দিতে হবে জরিমানা৷ 

করোনাভাইরাস মূলত কথা বলার সময় মুখের থুতু, হাঁচি, কাশি বা সর্দির সঙ্গে নির্গত ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সরকারের তরফে বারবারই প্রচার করা হয়েছে, মুখে মাস্ক পরা অত্যন্ত জরুরি৷ সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে যত্রতত্র থুতু ফেলবেন না৷ কিন্তু তার পুরোপুরি প্রয়োগ যাতে নিশ্চিত হয়, তাই এবার গুটখা, পানমশলা, খৈনি, এবং জর্দার মত লালারস সৃষ্টিকারী তামাকজাত দ্রব্য বা চিউইং টোবাকো বিক্রির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র৷ 

এদিকে, ভারতে করোনাআক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৩৭৭ জনের৷ এই পরিস্থিতিতে আরও ১৯ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিভিন্ন সময় দেখা গিয়েছে, উপসর্গ ছাড়াই মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে৷ ফলে যত্রতত্র থুতু ফেলার ক্ষেত্রে নিয়ম আরও কড়া হল৷ সঙ্গে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে৷ রাস্তায় বেরনোর আগে ঘরে তৈরি মাস্ক হলেও, তা পরতে হবেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eight =