৩ মাসের বিদ্যুৎ মাসুলে বড়সড় ছাড় দেওয়ার ঘোষণা কেন্দ্রের

৩ মাসের বিদ্যুৎ মাসুলে বড়সড় ছাড় দেওয়ার ঘোষণা কেন্দ্রের

60ac7ca561e59a1111de7dc2994ce398

 

নয়াদিল্লি: করোনার জেরে তোলপাড় গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতেও৷ করোনা প্রভাবে গোটা বিশ্বজুড়েই সম্পদের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশ৷ সরাসরি বাজার অর্থনীতিতে প্রভাব পড়েছে বলেও আশঙ্কা তৈরি হয়েছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ জনতার চাপ কমাতে ফের বড়সড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার৷

শুক্রবার আরবিআইয়ের তরফে আগামী তিন মাসের জন্য সমস্ত ধরনের ঋণের কিস্তি স্থগিত রাখার বিষয়ে ব্যাংকগুলিকে আর্জি জানিয়েছে৷ ৩ মাস ইএমআই ছাড় দেওয়ার পর এবার বিদ্যুতের মাসুলেও বড়সড় ছাড় দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার৷ একই সঙ্গে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন অবস্থায় কোনও ভাবেই বিদ্যুৎ পরিষেবা যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে বলা হয়েছে৷

বিদ্যুতের মাসুল ছাড় দেওয়ারও ঘোষণা করা হয়েছে৷ তিন মাসের বিদ্যুতের বিল না দিলেও অতিরিক্ত মাসুল দিতে হবে না গ্রাহকদের৷ ৩ মাস পর অতিরিক্ত মাসুল ছাড়াই দেওয়া যাবে বকেয়া বিল৷ ইতিমধ্যে রাজ্যগুলির কাছে এই মর্মে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্র৷

ইতিমধ্যেই হরিয়ানা, দিল্লির মতো একাধিক রাজ্য বিদ্যুৎ ও জলের বিলে ৩ মাসের ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ কেন্দ্রের এই ঘোষণার জেরে আগামী তিন মাস বিদ্যুতের বিল না দিলেও পরবর্তী সময়ে অতিরিক্ত মাসুল দিতে হবে না গ্রাহকদের৷ বকেয়া বিল জমা দেওয়ার ক্ষেত্রে বাড়তি মাসুল দিতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *