২ রাজ্যে রাজ্যপাল বদল, বাংলায় কি কোনও পরিবর্তন আনছে কেন্দ্র?

নয়াদিল্লি: গুজরাত ও হিমাচলপ্রদেশের রাজ্যপাল পদে রদবদল৷ হিমাচলের রাজ্যপাল পদ থেকে আচার্য দেবব্রতকে সরিয়ে কলরাজ মিশ্রকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে৷ আচার্য দেবব্রতকে গুজরাতের রাজ্যপাল করা হয়েছে৷ কিন্তু, প্রশ্ন উঠছে, বাংলায় কি কোনও পরিবর্তন আনছে কেন্দ্র? চলতি মাসের মধ্যেই ১২ রাজ্যের রাজ্যপালের মেয়াদ শেষ হতে চলেছে৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ-সহ উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা৷ প্রধানমন্ত্রী দপ্তর এবং

২ রাজ্যে রাজ্যপাল বদল, বাংলায় কি কোনও পরিবর্তন আনছে কেন্দ্র?

নয়াদিল্লি: গুজরাত ও হিমাচলপ্রদেশের রাজ্যপাল পদে রদবদল৷ হিমাচলের রাজ্যপাল পদ থেকে আচার্য দেবব্রতকে সরিয়ে কলরাজ মিশ্রকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে৷ আচার্য দেবব্রতকে গুজরাতের রাজ্যপাল করা হয়েছে৷ কিন্তু, প্রশ্ন উঠছে, বাংলায় কি কোনও পরিবর্তন আনছে কেন্দ্র?

চলতি মাসের মধ্যেই ১২ রাজ্যের রাজ্যপালের মেয়াদ শেষ হতে চলেছে৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ-সহ উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা৷ প্রধানমন্ত্রী দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ১২টি রাজ্যেই নয়া রাজ্যপাল হিসেবে নতুন মুখ আনা হতে পারে৷ তবে, কী বাংলার রাজ্যপাল পদেও কি পরিবর্তন আসতে চলেছে?

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ জুলাই৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কথার মাথায় রেখে কেশরীনাথ ত্রিপাঠিকে পরিবর্তন নাও করা হতে পারে৷  অন্যদিকে, আগামীকাল শেষ হচ্ছে গুজরাতের রাজ্যপাল ওপি কোহলির৷ তার ২৪ ঘণ্টা আচার্য দেবব্রতকে গুজরাতের রাজ্যপাল করা হয়েছে৷ তাঁর পরপরই নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচার্যের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ১৮ জুলাই৷ উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের মেয়াদ শেষ হচ্ছে ২১ জুলাই৷ আগামী ২৬ জুলাই ত্রিপুরার রাজ্যপাল কাপ্টেন সিং সোলাঙ্কির কার্যকাল শেষ হচ্ছে৷ এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে পারে কেন্দ্র৷ যদিও সংবিধানের ১৫৫ ও ১৫৬ ধারায় কোনও রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =