BREAKING: পাবজি-সহ ১১৮টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

BREAKING: পাবজি-সহ ১১৮টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

 

 নয়াদিল্লি: ফের চিনকে বড়সড় ধাক্কা দিল ভারত৷ তৃতীয় দফায় আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার৷ এবার সেই তালিকায় উঠে এল জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজি৷ পাবজি-সহ ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র৷

এর আগেও শতাধিক অ্যাপস নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র৷ এবার আরও একদফা ১১৮ টি অ্যাপস নিষিদ্ধ করা হল৷ লাদাখ সংঘাতের আবহে চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে ফের চিনকে বড়সড় আর্থিক ধাক্কা দিল ভারত৷ মূলত সাধারণ ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷

এদিন কেন্দ্রের তরফে ১১৮টি নিষিদ্ধ অ্যাপসের তালিকা তুলে ধরা হয়েছে৷ তার মধ্যে বিউটি ক্যামেরা প্লাস, আলিবাবা পেমেন্ট, পাবজি, বাইদু, লুডো ওয়ার্ল্ড, ইউচ্যাটকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =