করোনার বিরুদ্ধে লড়াই, চিকিৎসক-নার্সদের জন্য বড় ঘোষণা সরকারের

করোনার বিরুদ্ধে লড়াই, চিকিৎসক-নার্সদের জন্য বড় ঘোষণা সরকারের

ভুবনেশ্বর: করোনা কবে নির্মূল হবে এখনও অজানা। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছেন বা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তবে মৃত্যু ভয় জেনেও রাত দিন করোনার বিরুদ্ধে নিরলস কাজ করে চেলেছেন চিকিৎস এবং নার্সরা। তাই তাদের আরও একবার কুর্ণিশ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷  এর আগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন দিল্লির কেজরিওয়ালের সরকার৷ তিনি জানান, তার রাজ্যে করোনায় মৃত চিকিৎসক বা নার্সের পরিবারকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ৷ এবং তার সঙ্গে তাদের দেওয়া হবে শহীদের সম্মান৷ উল্লেখ্য, দেশে এই প্রথম কোনও রাজ্য যেখান চিকিৎসক ও নার্সদের এত বড় সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হল৷ যদিও এর আগে দিল্লি সরকার করোনার বিরুদ্ধে বড়াই করা স্বাস্থ্য কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন৷  কেজরি সরকার জানিয়েছেন, দিল্লিতে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের করোনায় মৃত্যুতে পরিবারকে  ১ কোটি টাকা দেওয়া হবে৷
 
করোনার বিরুদ্ধে যে সব চিকিৎসক এবং নার্সরা কাজ করছেন, সেও একপ্রকার যুদ্ধে সামিল হওয়া৷ কারণ শত্রু করোনার সঙ্গে লড়াইয়ে তাদের নিজেদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও প্রবল৷ তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে চলে আসছেন না কোনও চিকিৎসকই৷ তারা সকলেই লড়ছেন এবং অনেকেই সুস্থ করে তুলছেন৷ এই মুহূর্তে করোনা যুদ্ধে সাধারণের ভরসা তো ডাক্তার-নার্সরাই৷ তাই তাদের জন্য এই সম্মান জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷ এছাড়াও এই সমস্ত চিকিৎসক ও নার্সদের প্রতি যদি কোনও দুর্ব্যাবহার করা হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথাও ঘোষণা করেছেন তিনি৷  ওডিশাতে করোনা এখনও নিয়ন্ত্রিত৷ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা একশো পার করেনি৷ তবে যখন ওডিশাতে করোনা ধরা পড়েনি, তখন থেকে ওডিশা সরকার করোনা সংক্রমণ রোধে একের পর এক ব্যবস্থা নিয়েছেন৷ বর্তমানে বাংলা থেকে ওডিশাতে ফিরছেন আটকে থাকা মানুষেরা৷ অনেকের শরীরে করোনা সংক্রণ হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে আন্ততঃরাজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *