করোনায় জয়ীদের তিন মাস পর টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের

করোনায় জয়ীদের তিন মাস পর টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের

 
নয়াদিল্লি: করোনার টিকা নিয়ে হাহাকারের মধ্যেই তা নিয়ে ফের একগুচ্ছ নয়া নিয়মাবলী জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আক্রান্তদের ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার তিন মাস পর টিকা নেওয়া যাবে৷ এদিন সব রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশিকার কথা চিঠি লিখে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ৷

কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যেসব করোনা রোগীদের সুস্থ করে তোলার জন্য প্লাজমা অথবা মোনোক্লোনাল অ্যান্টিবডি দিতে হয়েছে, তাঁরাও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন মাস পর টিকা গ্রহণ করতে পারবেন৷ করোনার টিকাকরণের জন্য গঠিত কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটিই এই সুপারিশগুলি করেছে বলে চিঠিতে জানানো হয়েছে৷ সেই কমিটির মাথায় রয়েছেন চিকিযসক ভিকে পল৷ যাঁরা করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের ক্ষেত্রেও সুস্থ হয়ে ওঠার তিন মাস পরেই দ্বিতীয় ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে এই বিশেষজ্ঞ কমিটি৷ শুধু করোনাই নয়, যাঁরা অন্য কোনও সাধারণ অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন  অথবা আইসিইউতে রেখে চিকিৎসা করাতে হচ্ছে, তাঁদেরকেও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অন্তত ৪ থেকে ৮ সপ্তাহ পর ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷

নতুন এই নির্দেশিকায় রক্তদানের ক্ষেত্রে বলা হয়েছে, করোনার টিকা নেওয়া ব্যক্তিরা ১৪ দিন পর থেকে রক্তদান করতে পারবেন৷ যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁরা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার দু’ সপ্তাহ পর থেকে রক্ত দিতে পারবেন৷ সন্তান প্রসব করার পর স্তন্যপান করানো সব মহিলাদেরও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, টিকা গ্রহণ করলে তা তাঁদের দুগ্ধের মধ্যে অ্যান্টিবডি তৈরি করবে, যা স্তন্যপান করা শিশুর জন্য ভালো৷ করোনা ভ্যাকসিন দেওয়ার আগে র্যাাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =