নয়াদিল্লি: করোনা মোকাবিলায় সাহায্যের জন্য এগিয়ে আসছে বেসরকারি সংস্থাগুলি। কয়েক হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছিল গুগল। এরই মধ্যে গুগল-এর সিইও সুন্দর পিচাই ৫ কোটি টাকা অনুদান করলেন গিভ ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। অসহায় দিনমজুরদের জন্যই তিনি এই অর্থসাহায্য করেছেন বলে টুইটে জানিয়েছে গিভ ইন্ডিয়া।
করোনা সংক্রমণ রুখতে বাড়ানো হয়েছে লকডাউন। তার জেরে গোটা বিশ্বের অর্থনীতি একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। অদূর ভবিষ্যতে বড়সড় সঙ্কটের মুখে পড়বে বলেই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি দিন আনে দিন খায়, এমন মানুষের সংখ্যাও কম নয়। তাঁদের অসহায় অবস্থার কথা ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে শোনা গেছে। এবার সেই সব মানুষের পাশে দাঁড়ালেন নেটদুনিয়ার জায়েন্ট গুগল-এর সিইও সুন্দর পিচাই।
গিভ ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে যে, সুন্দর পিচাই ৫ কোটি টাকা অনুদান করেছেন দিনমজুরদের সাহায্যার্থে। এছাড়াও এর আগে আমাদের দেশে মেকানিক্যাল ভেন্টিলেটরের ঘাটতির জন্য আইআইটি পড়ুয়ারা বিশেষ উদ্যোগ নিয়েছে বলেই সংবাদসূত্রে জানা গেছে। আইআইটি কানপুরের ছাত্ররা ভেন্টিলেটরের প্রোটোটাইপও তৈরি করেছেন। ভেন্টিলেটর মেশিনের প্রয়োজনীয় পার্টস সাপ্লাই দিচ্ছেন এমআইটি-র ছাত্ররা। আইআইটি, এমআইটি-র ইঞ্জিনিয়ারদের এই উদ্যোগের পাশেও দেখা গেছে সুন্দর পিচাইকে। তাঁর পরামর্শেই পড়ুয়ারা দ্রুত ওই মেশিন তৈরির কাজে নিযুক্ত রয়েছেন।
সংবাদসূত্রে জানা গেছে, এর আগে ৬০০০ টাকা অর্থ সাহায্যের কথা শোনা গিয়েছিল গুগলের তরফে। যার অধিকাংশই করোনা সংক্রান্ত বিশেষ সতর্কতামূলক বিজ্ঞাপনের খাতে অনুদান করেছে সংস্থাটি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বাণিজ্যের খাতেও তারা সাহায্য করেছে। এবার দিনমজুরদের জন্য খোদ গুগল কর্তার অনুদান করোনা মহামারী মোকাবিলার ক্ষেত্রে প্রশংসনীয় বলে মনে করছেন নেটিজেনরা। প্রশংসা করেছে গিভ ইন্ডিয়া নামে সংস্থাটিও।