নয়াদিল্লি: ডিজিটাল ভারত গড়তে আগামী ৫ থেকে ৭ বছরের জন্য এদেশে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তথ্য প্রযুক্তি সংস্থা গুগল৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৫ হাজার কোটি টাকা৷ এদিন ষষ্ঠ গুগল ফর ইন্ডিয়া ইভেন্টে একথা ঘোষণা করলেন গুগলের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাই৷
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ের উপর বিস্তৃত আলোচনা করেন গুগল এবং অ্যালফাবেট সিইও৷ করোনা প্যান্ডেমিক এবং নতুন কর্ম সংস্কৃতির চ্যালেঞ্জগুলি নিয়েও কথা বলেন তাঁরা৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ‘গুগল ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল ইভেন্টে বক্তব্য রাখেন পিচাই৷ ওই ইভেন্টেই ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেন তিনি৷ গুগল সিইও বলেন, ‘‘ ডিজিটাল ভারত গড়তে Google for India Digitization Fund এর সূচনা করছি৷ ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ ও অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ও ইকোসিস্টেম ইনভেস্টমেন্টের মাধ্যমে ভারতে এই টাকা বিনিয়োগ করা হবে৷’’ ডিজিটাল ভারত গড়তে মূলত চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান সুন্দর পিচাই৷
অন্যদিকে টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এদিন সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে৷ বিশেষ করে ভারতের কৃষক, যুব সমাজ এবং উদ্যোক্তাদের জন্য কী ভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ আমরা ডাটা নিরাপত্তা এবং সাইবার সেফটি নিয়েও বিস্তারিত আলোচনা করেছি৷’’
ভারতের বিনিয়োগের ক্ষেত্রে যে চারটি বিষয়ের উপর জোড় দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে প্রথমত হল, প্রত্যেক ভারতীয় যাতে তাঁর নিজস্ব ভাষায় তথ্য পেতে পারেন৷ দ্বিতীয়ত, ভারতীয়দের চাহিদার কথা মাথায় রেখে নতুন পণ্য এবং পরিষেবা তৈরি করা। তৃতীয়ত, বিভিন্ন ব্যবসা যাতে সহজেই ডিজিটাইজেশনের পথে হাঁটতে পারে তা সুনিশ্চিত করা। চতুর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার৷ এদিন ভারতে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলের বিনিয়োগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘গুগল ভারতের ডিজিটাল ক্ষমতায়ন এবং উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে৷ এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানাই৷’’