৩ মাসে সবচেয়ে কম সংক্রমণ করোনায় শীর্ষে থাকা মুম্বই

৩ মাসে সবচেয়ে কম সংক্রমণ করোনায় শীর্ষে থাকা মুম্বই

মুম্বই:  সবচেয়ে বেশি টেস্টের দিন তিন মাসে সবচেয়ে কম পজিটিভ রিপোর্ট এল মুম্বইয়ে। সংগৃহীত ৮হাজার ৭৭৬টি নমুনার মধ্যে মাত্র ৭০০টি নমুনা পজিটিভ, যা গত ১০০ দিনে সবচেয়ে কম। দেশের অর্থনৈতিক রাজধানীতে রবিবার পরীক্ষা হওয়া নমুনার মধ্যে সোমবার সর্বমোট ১হাজার ৩৩টি করোনা পজিটিভ নমুনা মিলেছে। ৬৮ দিনে শহরে রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার পরিসংখ্যান মিলেছে। মুম্বইয়ে সেরে ওঠার হার শতকরা ৭৩ শতাংশ।

২০ জুলাই থেকে ২৬ জুলাই অবধি মুম্বইয়ে করোনা রোগী বৃদ্ধির হার ১.০৩ শতাংশ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯২৪টি করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং ২২৭ জনের মৃত্যু হয়েছে। মুম্বইয়ে ১হাজার ২১টি সংক্রমণ এবং ৩৯টি মৃত্যুর খবর মিলেছে। এদিকে ঘটনার খবর মিলতেই উচ্ছ্বসিত হয়ে একের পর এক টুইট করেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি টুইটে বার্তা দেন সবচেয়ে বেশি নমুনা পরীক্ষার দিন মাত্র ৭০০ পজিটিভ রিপোর্ট, সংক্রমণের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে ভাইরাস দ্রুতগতিতে ধরে ফেলা সম্ভব হয়েছে। তিন মাস পরে সবচেয়ে আশ্বাসজনক খবর। তবে একই সঙ্গে তিনি সতর্কও করেছেন আমজনতাকে, সুরক্ষা কমাবেন না, মাস্ক মুখ থেকে নামাবেন না, শুধুমাত্র সংখ্যা কমিয়ে যান।

সংলগ্ন পুণে কিংবা থানের থেকে মুম্বইয়ে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত তিনমাসে দেশের সবচেয়ে ভয়াবহভাবে করোনা আক্রান্ত এই শহর এই খবরে কিছুটা হলেও আশ্বস্ত। যদিও কর্তৃপক্ষ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন কারণ প্রতিষেধক বের হতে এখনও বেশ কিছু দেরী রয়েছে। এই বর্ষার মরসুম এবং সংলগ্ন এলাকায় সংক্রমণের বাড়াবাড়ির জেরে শহরবাসীকে সচেতন থাকার কথা বারবার বলছে প্রশাসন। কিছু ছাড় থাকলেও সতর্কতা জারি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। শহরের সবচেয়ে ভয়াবহভাবে আক্রান্ত এলাকা তথা এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভিতেও সংক্রমণের সংখ্যা এখন বেশ কম। এলাকায় বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯৮ এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৯জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *