সুখবর! লকডাউনের সময় আরও কিছু ক্ষেত্রে ছাড় কেন্দ্রের

সুখবর! লকডাউনের সময় আরও কিছু ক্ষেত্রে ছাড় কেন্দ্রের

Lockdown

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবেলায় দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ৩ মে পর্যন্ত মেয়াদ লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও বেশ কিছু বিষয়ে দ্বিতীয় দফায় ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আজ বিবৃতি প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দ্বিতীয় দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করেছে৷

লকডাউনের এসময় আরও কিছু পরিষেবায় ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্রামীণ অঞ্চলে নির্মাণ কাজ থেকে শুরু করে পানীয় জলের সরবরাহ ও নিকাশি কাজে কাজে কোনও বিধিনিষেধ থাকবে না৷ এর আগেও গাইডলাইন প্রকাশ করে বেশ কিছু ক্ষেত্রে ছাড়া ও বিধিনিষেধ চাপিয়েছিল কেন্দ্র৷ এবার দ্বিতীয় দফার নির্দেশিকায় বেশ কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বনাঞ্চলের কাঠ সংগ্রহ করা ছাড়া অন্য কোনও সম্পদ বন থেকে সংগ্রহ করা যাবে না৷ কৃষি ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে৷ আদিবাসীদের জীবনযাপনে ক্ষেত্রেও মিলবে ছাড়৷ এছাড়াও ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ছাড় দেওয়া হয়েছে৷ ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে শুরু করে সমবায় প্রতিষ্ঠানগুলি ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে৷ মসলা উৎপাদন, প্যাকেজিং ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ পরিস্থিতি পর্যালোচনা করার পর পরবর্তী ক্ষেত্রে আরও বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলেও সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − three =