কলকাতা: করোনায়় মৃত্যু হলে গ্রামীণ ডাক সেবকসহ সমস্ত ডাক কর্মচারীরা ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই সম্পর্কে গাইডলাইনগুলি শীঘ্রই প্রকাশিত হবে এবং মহামারী পরিস্থিতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ক্ষতিপূরণের সুবিধা দেওয়া হবে।
ডাক বিভাগ প্রয়োজনীয় পরিষেবাগুলির আওতায় আসে। গ্রামীণ ডাক সেবক সহ ডাকবিভাগের কর্মীরা গ্রাহকদের নানান প্রয়োজনীয় চিঠি বিতরণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত। পোস্ট অফিস সেভিং ব্যাংক, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এপিএস-এর আওতায় যে কোনও ব্যাংক এবং তার শাখা থেকে টাকা পৌঁছে দেওয়ার সুবিধা প্রদানের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এছাড়াও, করোনা পরিস্থিতিতে নিজেদের নিয়মিত কাজের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশদের সঙ্গে একযোগে খাবারের প্যাকেট, রেশন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ডাক বিভাগের কর্মীরা।
এবিষয়ে ইতিমধ্যেই করোনা মোকাবিলায় ডাকবিভাগের ভূমিকা নিয়ে প্রতিটি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন যোগাযোগ, ইলেকট্রনিক্সও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। সেখানে দেশের সাধারণ মানুষ ও দুস্থদের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দিতে প্রতিটি রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনারেল এবং চিফ জেনারেল ম্যানেজারদের ডাক যোগাযোগ মাধ্যমকে তৎপর ও সচল রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।