শ্রীনগর: শীতের ছ’মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার কেদারনাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হল। এদিন ভোর ৫টা ৩৫ নাগাদ বৈদিক স্তোত্রপাঠ এবং সার্বিক আচারের পর মন্দিরের দরজা খুলে দেন প্রধান পুরোহিত রাওয়াল ভীমশেখর লিং।
এদিন ভোরে শীতের কামড় উপেক্ষা করেই ১২ হাজার ফুট উপরে এই মন্দিরে হাজার খানেক ভক্ত উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবিরানি মৌর্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছিলেন।
পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চারধাম যাত্রা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার চারধামের চতুর্থ মন্দির বদ্রীনাথের দরজা খুলে দেওয়া হবে। এই মরশুমে শুরু হওয়া চারধাম যাত্রা প্রথামাফিক অক্টোবর-নভেম্বর মাসে শেষ হবে।