হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়াল কেন্দ্র, যুবরাজের সম্মতি

ওসাকা: হজযাত্রীদের জন্য বড়সড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ যুবরাজের সম্মতি নিয়ে হজযাত্রীদের কোটা বাড়াল কেন্দ্র৷ এবার ভারত থেকে হজযাত্রীর কোটা ১ লক্ষ ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হল ২ লক্ষ৷ ছাত্র দিয়েছে সৌদি আরব৷ ভারত-সৌদি প্রশাসেনর উদ্যোগে বার্ষিক হজযাত্রায় ভারত থেকে আরও ৩০ হাজার মানুষ মক্কা যাওয়ার সুযোগ পেতে চলেছে৷ শুক্রবার জাপানের ওসাকায়

06328d96f9408bd06bff54c847f984e8

হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়াল কেন্দ্র, যুবরাজের সম্মতি

ওসাকা: হজযাত্রীদের জন্য বড়সড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ যুবরাজের সম্মতি নিয়ে হজযাত্রীদের কোটা বাড়াল কেন্দ্র৷ এবার ভারত থেকে হজযাত্রীর কোটা ১ লক্ষ ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হল ২ লক্ষ৷ ছাত্র দিয়েছে সৌদি আরব৷

ভারত-সৌদি প্রশাসেনর উদ্যোগে বার্ষিক হজযাত্রায় ভারত থেকে আরও ৩০ হাজার মানুষ মক্কা যাওয়ার সুযোগ পেতে চলেছে৷ শুক্রবার জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পৃথক বৈঠক করে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের এই ছাড়পত্র দিয়েছেন বলে খবর৷ হজযাত্রীর কোটা নিয়ে কথা হয় তাঁদের৷

হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়াল কেন্দ্র, যুবরাজের সম্মতিবৈঠকের পর বিদেশ সচিব বিজয় গোখলে সাংবাদিকদের জানান, ভারত থেকে বার্ষিক হজযাত্রীর কোটা ১ লক্ষ ৭০ হাজার থেকে বাড়িয়ে ২ লক্ষ করা হবে বলে প্রধানমন্ত্রী মোদিকে আশ্বাস দিয়েছেন সৌদির যুবরাজ৷ ফলে এবার  অতিরিক্ত ৩০ হাজার ভারতবাসী হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *