নয়াদিল্লি: করোনার প্রকোপ থেকে বাঁচতে ভ্যাকসিন অত্যন্ত জরুরি। কিন্তু জানেন কি, কোন ভ্যাকসিনে রয়েছে করোনা ভাইরাসকে কাবু করার ক্ষমতা? জানা যাচ্ছে, করোনা ভাইরাস আটকাতে ও শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট সক্ষম ভূমিকা নিচ্ছে কোভিসিল্ড ও কোভ্যাক্সিন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি একটি সংস্থা ভারতের ১৩টি রাজ্যের ২২ শহরের মোট ৫১৫ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে এই গবেষণা চালায়। গবেষণায় অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের ৪২৫ জন কোভিসিল্ড ও ৯০ জন কোভ্যাকসিন টিকা দেওয়া হয়। দেখা যায়, এন্টিবডি তৈরিতে তারতম্য থাকলেও দুই প্রতিষেধকই করোনা ভাইরাস আটকাতে এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সক্ষম।
গবেষণায় দেখা গিয়েছে, দু’টি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ শতাংশ স্বাস্থ্যকর্মীদের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। যার মধ্যে কোভিসিল্ড টিকাদানকারীদের মধ্যে ৯৮ শতাংশ এবং কোভ্যাক্সিন টিকাদানকারীদের মধ্যে ৮০ শতাংশের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।
গবেষণা অনুযায়ী, দুই প্রতিষেধকই রোগ-প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে পারে। তবে কোভ্যাক্সিন অপেক্ষা কোভিশিল্ড বেশি পরিমাণ অ্যান্টি-স্পাইক অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। কোভিশিল্ড টিকাদানকারীদের ক্ষেত্রে এই মাত্রা (115 AU/ml) এবং কোভাক্সিন টিকাদানকারীদের ক্ষেত্রে এই মাত্রা (51 AU /ml )।
এই পরীক্ষায় লিঙ্গ, ব্লাড গ্রুপ, দেহের ওজন বা কো-মর্বিডিটি কোনও রকম ফারাক দেখা যায় নি। তবে ৬০ বছরের ঊর্ধ্ব বা টাইপ ২ ডায়াবেটিক যারা বা কোমরবিডিটি রয়েছে তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরির সংখ্যা তুলনামূলক কম। চিকিৎসকদের মতে, দুই প্রতিষেধকই যথেষ্ট কার্যকরী তবে কার শরীরে কতটা অ্যান্টবডি তৈরি হচ্ছে, সেটা বুঝতে গেলে প্রত্যেকের আলাদা করে পরীক্ষা করা প্রয়োজন। তবে করোনা প্রতিরোধে আপাতত প্রতিষেধক নেওয়াই যে একমাত্র উপায় এই পরীক্ষা আরো একবার তা প্রমাণ করল।