নয়াদিল্লি: গোমাতার দৌরাত্ম্যে রাতের ঘুম গিয়েছে চাষিদের। যত্রতত্র ঘুরে বেড়ানো ছাড়া গরুদের হাত থেকে খেতের ফসল বাঁচাতে রাত জেগে পাহারা দিতে হচ্ছে তাঁদের। উঁচু মাচা বেঁধে, হাতে লাঠি আর টর্চ নিয়ে পেকে ওঠা সর্ষে খেত থেকে গরু তাড়াতে হচ্ছে তাঁদের।
ছাডা় গরু নতুন কিছু নয়। তবে উত্তরপ্রদেশে যোগীর সরকার আসার পর থেকে ক্রমেই সংখ্যা এবং দাপটে বাড়ছে তারা। একদিকে, ফসলের পড়তি দাম আর অন্যদিকে, প্রবল ঠান্ডায় গরু তাড়ানোয় নাজেহাল তাঁরা। ফলে ক্রোধ বাড়ছে বিজেপির ওপর, জানাচ্ছে রয়টার্স। তার প্রভাব পড়বে ভোট। একেই বিজেপির আপত্তিতে গোহত্যা নিষিদ্ধ। বন্ধ কষাইখানা। বন্ধ করা হয়েছে গরুপাচার। গোহত্যার নামে মানুষ হত্যাও হয়েছে একাধিক। অথচ ক্রমবর্ধমান গরুর সংখ্যাকে রাশে রাখতে গোশালাও নেই বেশিরভাগ জায়গাতেই। কাঁটাতার দিয়ে খেত ঘেরার টাকাও নেই বেশিরভাগেরই। বিজেপির দাবি, তারা ধর্ম আর কৃষি অর্থনীতি দুটোকেই রক্ষা করা কাজ চালাচ্ছে।