নয়াদিল্লি: মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে রেকর্ড দর বাড়ল সোনার৷ বেড়েছে রুপোর দামও৷ লকডাউনের জেরেই সোনার দাম ক্রমাগত আকাশ ছোঁয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে৷ সোমবার বাজার বন্ধের আগে ১০ গ্রাম সোনার দাম একলাফে ৯৬১ টাকা বেড়ে গিয়েছে৷ এদিন ১০ গ্রাম সোনার দাম ৪৫,৯০৯ টাকা করে। সকালে বাজার খুলতেই সোনার ব্যবসায় গতি আসে৷ গত সপ্তাহের তুলনায় বাড়ে সোনার দাম৷ উল্লেখ্য, গত সপ্তাহেও সোনার দর ছিল চড়া৷ চলতি সপ্তাহের শুরুতে তা আরও বেড়ে যায়৷ গত সপ্তাহে ১০ গ্রাম সোনার দর ছিল ৪৫,৭২৪ টাকা৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা, রুপো ব্যবসায় দারুণ গতি এসেছে। প্রতি কেজি রুপোর দাম এখন যাচ্ছে ৪৩,৬৭০ টাকা করে। আন্তর্জাতিক বাজারেও সোনা, রুপোর দাম ঊর্ধ্বমুখী। সোনা যাচ্ছে আউন্স পিছু ১৬৮৬.৮২ ডলার করে আর রুপো ১৫.৪০ ডলার প্রতি আউন্স৷ করোনার জেরে স্পট মার্কেট বন্ধ। সোনা, রুপোর ব্যবসাও বন্ধ রয়েছে৷ এর পরও রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম৷
জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের কমোডিটি রিসার্চ প্রধান হরিশ ভি বলেন, একাধিক কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আর্থিক নীতি শিথিল করেছে৷ যার জেরেই চড়ছে সোনার দর৷ পাশাপাশি কোভিড-১৯ এর নেতিবাচক অর্থনৈতিক প্রভাবের যেরে বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হয়েছে৷ নিরাপদ বিনিয়োদের জন্য তাই বিনিয়োগকারীরা হলুদ ধাতুর উপর আস্থা রাখছে৷