সিকিম ভ্রমণে যাচ্ছেন? পর্যটকদের উপর জারি নয়া নিষেধাজ্ঞা

সিকিম ভ্রমণে যাচ্ছেন? পর্যটকদের উপর জারি নয়া নিষেধাজ্ঞা

গ্যাংটক: করোনা আতঙ্কের জেরে এবার পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল সিকিম ভ্রমণের সুযোগ৷ করোনা সংক্রমণ রুখতে দেশি ও বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

বিজ্ঞপ্তি করে সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, করোনা প্রভাবে আজ থেকে বন্ধ হচ্ছে নাথুলা পাস৷ আপাতত বিদেশি পর্যটকরা নাথুলা পাস ঢুকতে পারবেন না৷ করনা আতঙ্কে পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে নাথুলা৷ সিকিম সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশি পর্যটকরদের পাশাপাশি দেশি পর্যটকদের নাথুলা ভ্রমণেও উপর থাকবে বেশ কিছু বিধি নিষেধ৷ দেশের পর্যটকদের শারীর পরীক্ষা করা হবে৷ পর্যটকদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে৷

এমনিতেই নাথুলা পাসে যাওয়ার জন্য পর্যটকদের অনুমতি নিতে হত৷ এখন সাধারণ দেশি পর্যটকদেরও সেই বৈধতা পেতে  কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হবে৷ ইতিমধ্যেই গোটা বিষয়টি সিকিম সরকারের তরফে পর্যটন দপ্তর-সহ স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =