বাড়ি গিয়ে চোখ উপড়ে মেরে আসব, জাভেদ আখতারকে হুমকি কর্ণিসেনার

আজ বিকেল: এবার কর্ণিসেনার হুমকির মুখে পড়লেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। তাঁর চোখ উপড়ে, জিভ ছিঁড়ে নেওার হুমকি দিয়েছে রাজপুতানার এই কট্টরবাদীদের সংগঠন।গত ২১ এপ্রিল ইস্টার সানডে’র ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কায় বোরখা, নকাব, হিজাব কিংবা যে কোনও মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেদেশের রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। সাফ জানিয়ে দেন, শ্রীলঙ্কার মাটিতে নিরাপত্তার খাতিরেই নিষিদ্ধ করা

বাড়ি গিয়ে চোখ উপড়ে মেরে আসব, জাভেদ আখতারকে হুমকি কর্ণিসেনার

আজ বিকেল: এবার কর্ণিসেনার হুমকির মুখে পড়লেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার। তাঁর চোখ উপড়ে, জিভ ছিঁড়ে নেওার হুমকি দিয়েছে রাজপুতানার এই কট্টরবাদীদের সংগঠন।গত ২১ এপ্রিল ইস্টার সানডে’র ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কায় বোরখা, নকাব, হিজাব কিংবা যে কোনও মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সেদেশের রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। সাফ জানিয়ে দেন, শ্রীলঙ্কার মাটিতে নিরাপত্তার খাতিরেই নিষিদ্ধ করা হয়েছে যে কোনও ধরণের মুখ ঢাকা পোশাক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেও এই নিষেধাজ্ঞায় ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন।

এই প্রসঙ্গে জাভেদ আখতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুখ ঢাকা পোশাক পরা নিরাপত্তার জন্য সমস্যার হতে পারে। তাহলে বোরখা নিষিদ্ধ করা হলে ঘোমটা নিয়েও ভাবতে হবে। কী দরকার এইসব বোরখা বা ঘোমটার?” জাভেদের এই মন্তব্যেই দেদার ক্ষেপেছে করনি সেনা। তাদের মহারাষ্ট্র শাখার প্রধান জীবন সিং সোলাঙ্কি বলেছেন, “আমরা তিনদিনের মধ্যে জাভেদ আখতারকে নিজের ‘ঘোমটা’ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছি। তা না হলে ওঁকে ফল ভোগ করতে হবে।” তবে এখানেই থামেননি সোলাঙ্কি। জাভেদকে হুমকি দিয়ে তিনি বলেন, “ওঁর চোখ উপড়ে নেব। জিভ ছিঁড়ে নেব। ওঁর বাড়িতে ঢুকে ওঁকে পেটাবো।”

করনি সেনার এ হেন হুমকিতে স্বভাবতই ক্ষুব্ধ জাভেদ আখতার। সম্প্রতি টুইট করে তিনি দাবি করেছেন তাঁর মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। টুইটে তিনি লিখেছেন, “কিছু লোক আমার মন্তব্য বিকৃত করতে চাইছে। আমি বলেছিলাম হয়তো শ্রীলঙ্কা নিরাপত্তার খাতিরে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। তবে বিষয়টা নারীদের উত্থানের। তাই ঘোমটা হোক বা নকাব, মহিলাদের মুখ ঢাকার ব্যাপারটাই বন্ধ করা হোক।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *