ভারতীয়দের উদ্ধারে গতি আনতে বড় পদক্ষেপ, যাচ্ছে ‘গ্লোবমাস্টার বিমান’

ভারতীয়দের উদ্ধারে গতি আনতে বড় পদক্ষেপ, যাচ্ছে ‘গ্লোবমাস্টার বিমান’

নয়াদিল্লি: ইউক্রেনের পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে। যত সময় এগোচ্ছে তত বেশি যেন আগ্রাসন বাড়ছে রাশিয়ান সেনাবাহিনীর। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে ইউক্রেনে। সেনা ছাড়াও প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক ভারতীয়রও মৃত্যু হয়েছে। তাই সেখানে আটকে থাকা বাকি ভারতীয়দের উদ্ধারে আরও বেশি তৎপর হয়ে উঠেছে ভারতের সরকার। এই প্রেক্ষিতে বড় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিমান করে ইউক্রেন থেকে ভারতীয়দের আনা তো হচ্ছেই, এবার তাদের উদ্ধারে গ্লোবমাস্টার বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- যুদ্ধের ক্ষত কি কেড়ে নেবে ইউক্রেনের এই সকল স্থানগুলির সৌন্দর্য্য

ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানকেই ‘অপারেশন গঙ্গা’য় সামিল হওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করার কর্মসূচিকে ‘অপারেশন গঙ্গা’ বলা হচ্ছে। তাতেই ইতিমধ্যে আটকে থাকা অনেক ভারতীয় ইউক্রেন থেকে দেশে ফিরতে পেরেছেন। উল্লেখ্য, তালিবান যখন আফগানিস্তান দখল করেছিল তখনও সেখানে এই বিমান পাঠানো হয়েছিল ভারতীয়দের উদ্ধার করার জন্য। এদিকে আবার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ভারত সরকার নির্দেশ দিয়েছে ট্রেন করে ইউক্রেনের কোনও পড়শি দেশে চলে যেতে। সেখান থেকে তাদের উদ্ধার করা যেতে পারে।

ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগে পোল্যান্ড ঘোষণা করেছিল যে, ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা ছাড়াই তাদের দেশে ঢুকতে দেবে তারা। সেই হিসেবে অনেকেই পোল্যান্ড ঢুকতে পেরেছেন। আবার জানা গিয়েছে, ভারতীয়দের উদ্ধারে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও কিরণ রিজিজু যেতে পারেন ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে। রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে ভারতীয়দের আনা হতে পারে যারা ইউক্রেন পরিস্থিতির জন্য সেই সব দেশের সীমান্তে আটকে পড়েছেন। ইউক্রেনে এখনও প্রায় ১৮ হাজার ভারতীয় আটকে রয়েছে, যাদের মধ্যে ১৬ হাজারই পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =