নয়াদিল্লি: বিশ্ব ক্ষুধা সূচকে খারাপ অবস্থা যে দেশগুলির সেই তালিকায় ওপরের দিকে রয়েছে ভারত৷ এক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের অবস্থা অনেক ভালো৷ শুক্রবার এই তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে ক্ষুধা মেটানোর নিরিখে ভারতের তুলনায় শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান ভাল অবস্থানে রয়েছে৷ জিডিপি বৃদ্ধির হার নিয়ে জেরবার পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক ক্ষুদা সূচক রিপোর্টে ভারতের স্থান গুরুতর বলে প্রকাশিত হল রিপোর্টে। সর্বোপরি ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলি। ১০৭টি দেশের মধ্যে ভারত রয়েছে ৯৪ নম্বরে, সেখানে পাকিস্তান রয়েছে ৮৮ নম্বরে এবং বাংলাদেশ ৭৫ নম্বরে।
চলতি বছরে প্রকাশিত আন্তর্জাতিক ক্ষুদা সূচক রিপোর্টে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের থেকে নীচে রয়েছে ভারত। নতুন তালিকায় এমনটাই উল্লেখ করা হয়েছে। ভারতের থেকে খারাপ অবস্থায় রয়েছে শুধুমাত্র আফগানিস্তান, তারা রয়েছে ৯৯ নম্বরে।। ভুটান কত নম্বরে রয়েছে বা সেখানকার পরিস্থিতি জানা যায়নি। আন্তর্জাতিক ক্ষুদা সূচক এর তালিকা তৈরি করা হয়, “আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষুদা পরিমাপ এবং লক্ষ্য রাখার জন্য, যা জাতীয় এবং আঞ্চলিকস্তরে করা হয়ে থাকে”। এই গণনার কাজে যুক্ত হয় রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলিতে শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ এবং তারমধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ভারতে। অপুষ্টি, শিশুমৃত্যু, পাঁচ বছরের কমবয়সি শিশুর উচ্চতার তুলনায় কম ওজনের মতো কয়েকটি মাপকাঠিতে বিভিন্ন দেশকে বিচার করে বিশ্ব ক্ষুধা সূচক৷ সেখানেই কার্যত অত্যন্ত খারাপ ফল করল ভারত৷ শিশুদের সুষমভাবে বেড়ে ওঠার ক্ষেত্রেও দক্ষিণ এশিয়ার দেশগুলির খারাপ অবস্থার মধ্যে রয়েছে বলে উল্লেখথ করা হয়েছে এই রিপোর্টে। বলা হয়েছে, “১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত তথ্যে দেখা গিয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল এবং পাকিস্তানে শিশুদের সঠিকভাবে বেড়ে না ওঠার মূল কারণ বাড়িতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় না পাওয়া, দরিদ্রতা এবং সঠিকভাবে খাদ্য না পাওয়া, বাড়ি থেকে ঠিকমতো শিক্ষা না পাওয়া এবং পরিবারের দরিদ্রতা৷”
তবে চিন্তার সঙ্গে সঙ্গে একটি বিষয়ে সুখবর দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলি। ভারতে পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার কমেছে, যদিও তারা উল্লেখ করেছে, এর মানে এই নয় যে, এই সমস্যা মিটে গিয়েছে। তার মানে এই সমস্যা এখনো রয়েছে ভারতে৷ তবে তা তুলনামূলকভাবে খানিকটা কম৷ ক্ষুধা মেটানোর নিরিখে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ১৭টি দেশ। ক্ষুধা সূচকের মাপকাঠিতে এই দেশগুলো রয়েছে পাঁচের নিচে৷