হায়দরাবাদ: শুক্রবারের নামাজ পড়তে ক্রাইস্টচার্চ মসজিদে গিয়েছিলেন ফারহাজ আহসানো৷ আচমকাই এক জঙ্গির এলোপাথাড়ি গুলিবর্ষণে মসজিদের ভেতরেই নিহত হয়েছেন ৪৯ জনের৷ আহত আরও বহু। আক্রমণের পর থেকেই খোঁজ নেই ফারহাজ আহসানের। পরিবারের কাছে কোনও খবর নেই, আছে কেবল দুঃশ্চিন্তা।
হায়দরাবাদের বাসিন্দা তাঁর পিতা মহাম্মদ সাঈদউদ্দীন শুক্রবার সরকারের কাছে তাঁর ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন করেন। উদ্বিগ্ন বাবা বলেন, “আমার ছেলে শুক্রবার নামাজ পড়তে ওই মসজিদে গিয়েছিল। আমার ছেলে এখনও ফিরে আসেনি। প্রায় ১৭ জনের এখনও কোনও হদিশ মিলছে না। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, আমার ছেলের কী খবর, কোথায় কীভাবে আছে আমাদের জানানো হোক।”