কনের বেশেই বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে নববধূ, দিলেন পরীক্ষা

কনের বেশেই বিয়ের মণ্ডপ থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে নববধূ, দিলেন পরীক্ষা

Bride

লখনউ: বিয়ে মানেই জীবনের একটা বড় অধ্যায়ের সূচনা৷ কিন্তু, বিয়ে করা মানে পড়াশোনার পাঠ শেষ নয়৷  সে কথাই বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের এই কন্যা৷ সাত পাকে বাঁধা পড়েই পরীক্ষা দিতে ছুটলেন তিনি৷ পোশাক বদলানোর সময়টুকুও পাননি তিনি৷ একেবারে নববধূর সাজেই হাজির পরীক্ষা কেন্দ্রে৷ শিক্ষকদের আশীর্বাদ নিয়ে পরীক্ষাও দিলেন তিনি৷ ঘটনাটি উত্তর প্রদেশের ঝাঁসির এক বিশ্ববিদ্যালয়ে।

বিয়ের পর দিন ছিল পরীক্ষা Bride

বিয়ের পর দিন সকালেই ছিল পরীক্ষা৷ তাই বিয়ের পোশাক পরেই একেবারে পরীক্ষা কেন্দ্রে হাজির হন তিনি৷ কনে সাজে ওই তরুণীর পরীক্ষা দেওয়ার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ জানা গিয়েছে, কনের শ্বশুরবাড়ির সদস্যরাও তাঁর এই লড়াইয়ে সামিল৷ তাঁরা নিজে থেকে উদ্যোগী হয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়ে যান৷ শ্বশুরবাড়ি পা দেওয়ার আগে তাঁকে পরীক্ষা দিতে নিয়ে যান তাঁর দেওররা৷ ওই কনের নাম খুশবু রাজপুত। ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্রী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 20 =