কাজের জন্য রাজ্যে আসবেন না ‘ঘাটি’রা, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

পানাজি: গোয়া-গোয়ানিজদের জন্য। এবার এমন আওয়াজ তুললেন গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর আজগাঁওকার। তিনি বলেন, রাজ্যে কাজের জন্য ‘ঘাটি’দের আসার প্রয়োজন নেই। কর্মসংস্থানের ক্ষেত্রে গোয়ানিজদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মারাঠি ও কোঙ্কনি ভাষায় ঘাটি শব্দের অর্থ হল গায়েগতরে কাজ করা অভিবাসী বিশেষ করে মহারাষ্ট্র থেকে আগত শ্রমিক। মন্ত্রী অবশ্য সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘ঘাটি’ শব্দটি মোটেও অবমাননাকর নয়। এর

কাজের জন্য রাজ্যে আসবেন না ‘ঘাটি’রা, মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

পানাজি: গোয়া-গোয়ানিজদের জন্য। এবার এমন আওয়াজ তুললেন গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর আজগাঁওকার। তিনি বলেন, রাজ্যে কাজের জন্য ‘ঘাটি’দের আসার প্রয়োজন নেই। কর্মসংস্থানের ক্ষেত্রে গোয়ানিজদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মারাঠি ও কোঙ্কনি ভাষায় ঘাটি শব্দের অর্থ হল গায়েগতরে কাজ করা অভিবাসী বিশেষ করে মহারাষ্ট্র থেকে আগত শ্রমিক।

মন্ত্রী অবশ্য সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘ঘাটি’ শব্দটি মোটেও অবমাননাকর নয়। এর অর্থ হল যাঁরা ঘাট অর্থাৎ পাহাড়ে বসবাস করেন। এর আগেও ২০১৭ সালে পার্শ্ববর্তী কর্ণাটকের উপজাতি সম্প্রদায় ‘লামানি’রা গোয়ার বিচে অশোভন আচরণ করছে বলে বিতর্ক বাঁধিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 6 =