‘বাংলাদেশি হটাও’, সরকারি নির্দেশে ফের সিঁদুরে মেঘের আশঙ্কা

লখনউ: অসময়ের পর এবার উত্তর প্রদেশ৷ এনআরসির পথে একধাপ এগল যোগীর রাজ্য৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যবাসীকে সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশী ও বাংলাদেশিদের চিহ্নিত করা হবে৷ তবে কোন মৌখিক ঘোষণা বা হুঁশিয়ারি নয়৷ এবার সরাসরি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে এই কথা৷ যোগী সরকারের পুলিশের ডিজি জানিয়েছেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চিহ্নিতকরণের

‘বাংলাদেশি হটাও’, সরকারি নির্দেশে ফের সিঁদুরে মেঘের আশঙ্কা

লখনউ: অসময়ের পর এবার উত্তর প্রদেশ৷ এনআরসির পথে একধাপ এগল যোগীর রাজ্য৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যবাসীকে সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশী ও বাংলাদেশিদের চিহ্নিত করা হবে৷ তবে কোন মৌখিক ঘোষণা বা হুঁশিয়ারি নয়৷ এবার সরাসরি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে এই কথা৷

যোগী সরকারের পুলিশের ডিজি জানিয়েছেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ চিহ্নিতকরণের পর বিদেশীদের তাঁদের দেশে ফেরত পাঠানো হবে৷ গত মাসেই অসমে জাতীয় নাগরিকপঞ্জী চূড়ান্ত তালিকা প্রকাশ হয়৷ সেই তালিকায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে৷ তা নিয়ে গোটা দেশেজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷ তালিকায় প্রকাশিত হওয়ার পর অসম সরকারকে সমর্থন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ প্রয়োজনে তাঁর রাজ্যে এনআরসি চালু করার কথা হবে বলেও জানিয়েছেন যোগী৷ এবার সেই পথেই হাঁটল উত্তরপ্রদেশ প্রশাসন৷ তবে নির্দেশ জারি করার পর এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী এই নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি৷

উত্তর প্রদেশ রাজ্য পুলিশের ডিজি নির্দেশ, সব জেলার পুলিশ কর্তাদের সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি চালাতে বলা হয়েছে৷ বাস স্ট্যান্ড, স্টেশন সংলগ্ন এলাকা, বস্তি, অস্থায়ী আস্তানাগুলিতে তল্লাশি চালানো হবে বলেও জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে ভোটারদের সম্পর্কেও খোঁজখবর নিতে বলা হয়েছে৷

প্রয়োজনে পুলিশ বা প্রশাসন পরিচয়পত্র বা নাগরিকত্ব সংক্রান্ত নথি চাইতে পারে প্রশাসনের তরফে জানানো হয়েছে৷ প্রশাসন চাইলে তা দেখাতে বাধ্য করানো হবে বলেও জানানো হয়েছে৷ একই সঙ্গে উত্তরপ্রদেশের নির্মাণ সংস্থা ও ঠিকাদারদের তাঁদের কর্মীদের পরিচয় পত্র সংক্রান্ত নথি হাতের কাছে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷ আর এই নির্দেশ জারি হওয়ার পর থেকে ছড়িয়েছে তুমুল বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =