মহিলাদের জন্য বিশেষ সুবিধা আনছে জিও

নয়াদিল্লি: জিও গ্রাহকদের জন্য বড় খবর৷ পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য একগুচ্ছে সুবিধা আনতে চলেছে এই টেলিকম সংস্থা৷ ডিজিটাল লিটারেসির কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে রিলায়েন্স জিও৷ ডিজিটাল দুনিয়ায় মহিলাদের উৎসাহ দিতে GSMA-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুকেশ আম্বানির সংস্থা জিও৷ বিশ্বজুড়ে মোবাইল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির অংশ GSMA৷ মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যেই জিওর এই প্রয়াস৷ দেশে

মহিলাদের জন্য বিশেষ সুবিধা আনছে জিও

নয়াদিল্লি: জিও গ্রাহকদের জন্য বড় খবর৷ পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য একগুচ্ছে সুবিধা আনতে চলেছে এই টেলিকম সংস্থা৷ ডিজিটাল লিটারেসির কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে রিলায়েন্স জিও৷ ডিজিটাল দুনিয়ায় মহিলাদের উৎসাহ দিতে GSMA-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মুকেশ আম্বানির সংস্থা জিও৷

বিশ্বজুড়ে মোবাইল নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির অংশ GSMA৷ মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যেই জিওর এই প্রয়াস৷ দেশে মোবাইল প্রযুক্তি শেখার জন্য ‘জেন্ডার গ্যাপ’ না রাখাই লক্ষ্য জিওর৷ দেশে ডিজিটাল বিপ্লব আনাই লক্ষ্য এই ব্যবস্থা জিওর৷ রিলায়েন্স জিও ইনফোকমের ডিরেক্টর ইশা আম্বানি বলেন, ‘‘মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির গত এক দশকে দারুণ উন্নতি ঘটেছে৷ মহিলাদের স্বনির্ভর করার কাজে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তথ্য ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতিও ঘটেছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =