নয়াদিল্লি: লাগাতার ২ বছর ধরে একাধিক পরিষেবা বন্ধ ছিল করোনার উপদ্রবের কারণে। অনেক পরিষেবার মধ্যে ছিল রেল পরিষেবাও। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তাই আগের মতো পুরোদমে রেলের পরিষেবা চালু করতে উদ্যোগী হচ্ছে কর্তৃপক্ষ। সেই প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের আগের সুখবর পেতে চলেছে যাত্রীরা। তাহলে কী সিদ্ধান্ত নিল রেল?
আরও পড়ুন- রাত পোহালেই দাম বাড়ছে দুধের, চিন্তায় মধ্যবিত্ত
আসলে এখন থেকে আবার আগের মতো একাধিক এক্সপ্রেস ট্রেনে যুক্ত হতে চলেছে অসংরক্ষিত কামরা বা জেনারেল বগি। করোনা কমতেই রেলকে পুরোদমে স্বাভাবিক রাখতে সক্রিয় রেল কর্তৃপক্ষ, তাই দূরপাল্লার ট্রেনগুলিতে জুড়তে চলেছে জেনারেল কোচগুলি। দোলের আগেই এই সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে। জেনারেল কামরা এতদিন না থাকায় ট্রেনে সফর করতে অনেক বেশি টাকা খরচ হচ্ছিল অধিকাংশ যাত্রীর। তবে এখন থেকে আর সেই সমস্যা হবে না। কম খরচেই আগের মতো ট্রেন যাত্রা করা যাবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বড় ব্যাপার হল, ঠিক আগের মতো যাত্রীরা স্টেশনে গিয়েই এই জেনারেল টিকিট কেটে নিতে পারবেন।
দেশের কোভিড পরিস্থিতি আগের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি টিকাকরণ বাড়তে থাকার কারণে আরও বেশি আশার আলো দেখা যাচ্ছে দেশের সামগ্রিক করোনা গ্রাফ নিয়ে। ইতিমধ্যেই বেশিরভাগ পরিষেবা আগের মতো সাধারণ হয়ে গিয়েছে। তাই রেলও আর বাকি থাকল না। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ১০০ শতাংশ ট্রেনে রান্না করা খাবার পরিষেবা ফিরিয়ে এনেছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ।