গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জেনারেল বিপিন রাওয়াত

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জেনারেল বিপিন রাওয়াত

কোয়াম্বাটুর:  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত৷  বুধবার দুপুর ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুতে নীলগিড়ির ঘন জঙ্গলে ভেঙে পড়ে তাঁর চপার৷ কোয়াম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে৷ এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে৷ 

আরও পড়ুন- মাঝ আকাশে চপার দুর্ঘটনার কবলে জেনারেল বিপিন রাওয়াত

স্থানীয়রা প্রথমে ৮০  শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অকুস্থলে আরও কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই দেহগুলি উদ্ধার করে তাঁদের সনাক্ত করার চেষ্টা চলছে৷  ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় সেনা কর্তারা৷  আহতদের  স্থানীয় ওয়েলিংটন ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। জানা গিয়েছে এমআই-১৭ একটি নিরাপদ কপ্টার৷ ভিআইপিদের নিয়ে যাওয়ার আগেও তা পরীক্ষা করে দেখা হয়৷ এর পরেও কী ভাবে তা দুর্ঘটনার কবলে পড়ল, যান্ত্রিক ত্রুটি না কি চালকের ভুল, তা তদন্তের পরেই জানা যাবে৷ এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷  

১৯৫৮  সালে উত্তরখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলায় জন্মগ্রহণ করেন বিপিন লক্ষ্ণণ সিং  রাওয়াত। তাঁর বাবাও ছিলেন সেনাবাহিনীর জেনারেল ৷  তবে তিনি সেনাপ্রধান হননি৷ তাঁর বাবার নাম লক্ষণ সিং রাওয়াত।  ক্যামব্রিয়ান হল (দেহরাদুন), সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং সবশেষে ‘ভারতীয় সামরিক একাডেমি’ থেকে পাশ করেন রাওয়াত৷ ভালো ফল করায় তিনি ‘সোর্ড অফ অনার’ পান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =