প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন কলকাতার সমকামী যুবক! সঙ্গ দিল পরিবার

প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন কলকাতার সমকামী যুবক! সঙ্গ দিল পরিবার

হায়দরাবাদ: এখনও তাদের নিয়ে অনেকের অনেক সমস্যা। এখনও তাদের মন খুলে স্বাগত জানান হয় না সমাজে। এখনও তাদের অন্য চোখে দেখা হয়। কিন্তু তারা সেসব পাত্তা দেন না। সমকামীরা একে অপরের চোখ দিয়েই দেখতে ভালবাসে। আর ক্ষমতা রাখে সেই ভালবাসা পুরণের। যেমন ক্ষমতা ছিল কলকাতার সুপ্রিয় চক্রবর্তী এবং হায়দরাবাদের অভয় দং। সম্প্রতি দুজনে বিয়ে সারলেন, তাও আবার পরিবারের উপস্থিতিতে। সকলের আশীর্বাদ নিয়ে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সুপ্রিয় পেশায় হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউশনের শিক্ষক এবং অভয় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্মী। একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় সুপ্রিয় ও অভয়ের। তারপর থেকে বাড়ে ঘনিষ্ঠতা। স্কুলে পড়ার সময় থেকেই তারা দুজনে বুঝতে পেরেছিলেন যে তাদের ভাললাগার বিষয়টি অন্যদের থেকে আলাদা। তাই একে অপরকে পাওয়ার পর একসঙ্গে থাকারই সিদ্ধান্ত নেন দুজনে। দেশে একটা সময় পর্যন্ত স্বীকৃত ছিল না এই সম্পর্ক। পরবর্তীতে সমকামী সম্পর্ক স্বীকৃতি পেলেও সমকামী বিয়ে ভারতে আইন স্বীকৃত নয় এখনও। তাই হলফ করে বলা যায় এই দুজনের সম্পর্কের পরিণতি সহজ ছিল না। কিন্তু পরিবারকে পাশে পেয়ে তাদের লড়াই সহজ হয়ে গিয়েছে।

কিন্তু দুজনের পরিবারও প্রথমে এই সম্পর্ক মেনে নেয়নি। কারণটা আলাদা ছিল না। কিন্তু দুজনের ভালবাসার কাছে হার মানে পরিবার। শেষে সব রকম আয়োজনের মাধ্যমেই হায়দরাবাদে বিয়ে করলেন সুপ্রিয় এবং অভয়। বাঙালি কায়দায় টোপর থেকে শুরু করে, মেহেন্দি, আশীর্বাদ, সবই ছিল তাদের বিয়ের রীতিতে। এখন তারা আর পাঁচটা স্বাভাবিক দম্পতির মত সুখী দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =