নয়াদিল্লি: খুনের হুমকি পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁকে খুনের হুমকি দিয়েছে নৃশংস জঙ্গিগোষ্ঠী আইএসআইএস কাশ্মীর। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই গৌতমের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, গৌতম গম্ভীরের বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
খুনের হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর দিল্লি পুলিশের দ্বারস্থ হন এবং তার প্রেক্ষিতেই কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে ওই জঙ্গি সংগঠন ই-মেইল মারফত বর্তমান বিজেপি সাংসদকে খুনের হুমকি দিয়েছে। অবশ্যই এই খবর সামনে আসার পর উদ্বেগ বেড়েছে ভারতীয় তাদের প্রাক্তন এই জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে। কয়েক বছর আগেই এই জঙ্গি সংগঠনের কমান্ডার আব্দুল্লাহ ভাই নিহত হয় সেনাবাহিনীর হাতে। সংগঠনের অন্যতম প্রধান কুখ্যাত জঙ্গির জাকিরকেও নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকে কয়েক মাস নিশ্চুপ ছিল এই জঙ্গি সংগঠন কিন্তু এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে হঠাৎ কেন তারা ভারতীয় তাদের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিল তা এখনো বুঝে উঠতে পারেনি দিল্লি পুলিশ। যদিও তদন্ত পুরোদমে চলছে বলে জানানো হয়েছে।
আসলে এই জঙ্গি সংগঠন তথা ইসলামিক স্টেট কাশ্মীর, গোটা কাশ্মীর অঞ্চলকে নিজেদের অধীনে আনতে চায়। সেখানে তারা খিলাফত শাসন প্রতিষ্ঠা করতে চায় যার মানে সেখানে দেশের আবেগের কোন জায়গা থাকবে না।