বিশাখাপত্তনমে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা, মৃত ৭, অসুস্থ হাজার! মাটিয়ে লুটিয়ে জনতা, জরুরি বৈঠকে কেন্দ্র

বিশাখাপত্তনমে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা, মৃত ৭, অসুস্থ হাজার! মাটিয়ে লুটিয়ে জনতা, জরুরি বৈঠকে কেন্দ্র

 

বিশাখাপত্তনম: ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উসকে দিল বিশাখাপত্তনম৷ আজ বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ অন্ধ্রপ্রদেশের বিশাপত্তনমে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে যায়৷ ভোরে প্রায় ৩ কিমি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস৷ ঘুমন্ত অবস্থায় বিষাক্ত গ্যাসে প্রভাবে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকটি গ্রামের হাজারখানিক বাসিন্দা৷ গ্যাসের প্রভাবে এক শিশু-সহ মৃত্যু হয় ৭ জনের৷  গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি শতাধিক৷ পরিস্থিতির গুরুত্ব বিধে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী৷ অসুস্থদের পাশে দাঁড়িয়ে উষ্মা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লকডাউনে মাধ্যে বৃহস্পতিবার ভোরে কারখানা থেকে আচমকা বিষাক্ত গ্যাস বের হতে থাকে৷ অল্পক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন স্থানীয়দের একাংশ৷ প্রবল শ্বাসকষ্টও শুরু হয় অনেকের৷ বস থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু এবং বৃদ্ধরা৷ গ্যাস ছড়িয়ে পড়ার খবরে স্থানীয়দের মধ্যে হুলুস্থুল পড়ে যায়৷ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু হয়ে যায়৷ পালাতা গিয়েছে রাস্তায় মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন অনেকে৷ পরে খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল, পুলিশের সহযোগিতায় কিং জর্জ হাসপাতালে ভর্তি অসুস্থদের ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রের খবর আরও বাড়তে পারে মৃতের সংখ্যা৷

মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি গ্যাস বিপর্যয়ের ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে জেলা আধিকেরিকদের নির্দেশ দিয়েছেন৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়৷ গ্যাস ছড়িয়ে পড়া রোখার চেষ্টা করা হয়৷ ঘটনাস্থলে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনি মানিয়ে উদ্ধারকার্য শুরু হয়৷ গ্যাস লিক হওয়ার খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন৷ গ্রেটার বিশাখাপত্তনম পুর কর্পোরেশনের পক্ষ থেকে ওই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

গ্যাস লিক হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গোটা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ পরে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী৷ গ্যাস লিক হয়ে মানুষজনের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *