Aajbikel

উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম নিম্নগামী হতে পারে! সিদ্ধান্ত কেন্দ্রের

 | 
গ্যাস

নয়াদিল্লি: বর্তমান সময়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাশছোঁয়া দামের ইস্যুতে সাধারণ মানুষ ফুঁসছে। কিছুদিন আগে ইঙ্গিত মিলেছিল যে, রান্নার গ্যাসের দাম কমতে পারে। মঙ্গলবার জানা গেল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাসের দাম কমতে চলেছে। আজ ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। তাতেই এই সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই মোদী সরকার বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে। 

২০২৪ সালের লোকসভা ভোট আসতে মাত্র ৮-৯ মাস বাকি। অন্যদিকে চলতি বছরই আবার কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন বাকি আছে। তাই রান্নার গ্যাসের দামের ইস্যুটি যে মাথাব্যথা হতে পারে সেটা আগেই বুঝে নিয়েছে মোদী সরকার। তাই এখন থেকেই এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তারা। এমনিতেই করোনা পরবর্তী সময় থেকে রান্নার গ্যাসের দাম যে ঊর্ধ্বমুখী হয়েছে তা আর নীচে নামেনি। সাধারণ মানুষ আপাতত নাজেহাল এই গ্যাসের দাম নিয়ে। এখন এই সিদ্ধান্ত কতটা সুরাহা দেয় আমজনতাকে, সেটাই দেখার। 

কয়েক সপ্তাহ আগে জানা গিয়েছিল, রান্নার গ্যাসের সিলিন্ডার এবং পেট্রল-ডিজেলের দাম কমাতে আপাতত উদ্যোগী হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব তাড়াতাড়ি। রাজস্থানে কংগ্রেস সরকার ৫০০ টাকা দামে গ্যাসের সিলিন্ডার দিচ্ছে। এছাড়া মধ্যপ্রদেশেও কংগ্রেস ক্ষমতায় এলে, ওই একই দামে সিলিন্ডার মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাই একাধিক রাজ্যে যাতে এই নিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ না তৈরি হয়, তাই গ্যাসের দাম কমানোর ভাবনা নিয়েছে কেন্দ্র।   

Around The Web

Trending News

You May like