পুলিশি এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু! সত্যি জানলে সরকার উল্টে যেত?

 উজ্জয়িনী থেকে ফেরার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এসটিএফের কনভয়ের একটি গাড়ি উলটে যায়। দুর্ঘটনায় ঘটনায় এক ইন্সপেক্টর-সহ চার পুলিশকর্মীও আহত হয়েছেন। থেকেই পালানোর চেষ্টা করছিল বিকাশ।

লখনউ: মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে আনার পথে নাটকীয় ভাবে মৃত্যু হল উত্তর প্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, কানপুরে আসার পথে শুক্রবার ভোরে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের।

কানপুরের আইজি মোহিত আগরওয়ালের দেওয়া তথ্য অনুসারে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কানপুর ফেরার পথে ভোরের দিকে কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। সেই সময় এক পুলিশকর্মীর পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। একটি মাঠের মধ্যে দিয়ে দৌড়ে পালানোর সময় তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে সে। পাল্টা গুলি চালায় পুলিশও। আর তাতেই মৃত্যু হয় বিকাশের।

পুলিশ সূত্রে আরও জানা গেছে প্রবল বৃষ্টির জেরে উজ্জয়িনী থেকে ফেরার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এসটিএফের কনভয়ের একটি গাড়ি উলটে যায়। দুর্ঘটনায় ঘটনায় এক ইন্সপেক্টর-সহ চার পুলিশকর্মীও আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। এই দুর্ঘটনার সুযোগ নিয়েই পালানোর চেষ্টা করছিল বিকাশ।  

গত ৩ জুলাই বিকাশ ও তার সহযোগীদের গুলিতে আটজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে পুলিশের অন্তত ৪০ টি দল তার খোঁজে জোর তল্লাশি শুরু করে । এরপর মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেল থেকে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই পালিয়ে যায় বিকাশ। তারপর বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় গ্যাংস্টার বিকাশ। এদিনই সকালে পালানোর চেষ্টা করায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তার এক সহযোগীর।

গোটা ঘটনাটি কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইট করে জানিয়েছেন, আসলে পুলিশের গাড়ি উল্টে যায়নি, সত্য জানাজানি হলে সরকার উল্টে যেত৷ প্রিয়াঙ্কা গান্ধী ও টুইট করেছেন জানিয়েছেন, অপরাধীর হত্যা হল৷ কিন্তু এর পিছনে যারা, তাদের কী হবে? গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে যোগীর পুলিশ৷