আবার এনকাউন্টার উত্তরপ্রদেশে, খতম কুখ্যাত গ্যাংস্টার

লখনউ: গত মাসেই কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদের এনকাউন্টার হয়েছিল। সেই ঘটনার এক মাসের মধ্যেই আবার এনকাউন্টার যোগীরাজ্যে। এবার খতম কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা। বৃহস্পতিবার দুপুরে মেরঠের একটি গ্রামে গুলি করা হয় তাকে। জানা গিয়েছে, এসটিএফের সঙ্গে গুলির লড়াই চলছিল তার। সেই সময়ই এনকাউন্টারে মৃত্যু হয় অনিলের।
১৮টি খুনের মামলা সহ প্রায় ৬২টি ফৌজদারি মামলা ছিল দুজানার বিরুদ্ধে। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে জেলবন্দি ছিল এই কুখ্যাত গ্যাংস্টার। তারপর সম্প্রতি জামিন পায় সে। এরপর মামলার সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের খুনের হুমকিও সে দিচ্ছিল বলে জানতে পারা গিয়েছে। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে ফের একবার দুজানাকে গ্রেফতার করতে উদ্যত হয় এসটিএফ। কিন্তু তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান শুরু করে সে। পাল্টা পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।
সূত্র মারফত জানা গিয়েছে, গ্রেফতারি এড়াতে দুজানা জঙ্গলের মধ্যে নিজের সঙ্গীদের নিয়ে লুকিয়ে ছিল। এক মাসের মধ্যে দুই এনকাউন্টারের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তপ্ত উত্তরপ্রদেশ। আতিক আহমেদের পুত্র আসাদের সময়ে এই এনকাউন্টার নীতি নিয়ে তুমুল সমালোচনায় সরব হন বিরোধীরা। কিন্তু সেই ঘটনার তিনদিনের মধ্যে আবার খুন হয় আতিকও। এখন আবার আরও এক গ্যাংস্টার খতম হল।