মহাপ্রলয়ের জন্য অপেক্ষায় করছে শান্ত গঙ্গা

নয়াদিল্লি: বিশ্ব উষ্ণায়নের দাপট বোঝা যাচ্ছে হিমালয়েও৷ উষ্ণতার তারতম্যের কারণে দ্রুত গলে যাচ্ছে গঙ্গোত্রীর উপহিমবাহ চতুরঙ্গী৷ পরিস্থিতির উন্নতি না হলে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ গলে যেতে পারে এই হিমবাহটি৷ এর প্রভাব এড়াতে পারবে না গঙ্গা৷ জলস্তর বেড়ে গিয়ে বন্যা হতে পারে গাঙ্গেয় উপত্যকায়৷ সাম্প্রতিক একটি গবেষণাপত্রে এমনই আশঙ্কা করা হয়েছে৷ উপগ্রহের থেকে পাওয়া ও কাইনেমেটিক জিপিএসের

মহাপ্রলয়ের জন্য অপেক্ষায় করছে শান্ত গঙ্গা

নয়াদিল্লি: বিশ্ব উষ্ণায়নের দাপট বোঝা যাচ্ছে হিমালয়েও৷ উষ্ণতার তারতম্যের কারণে দ্রুত গলে যাচ্ছে গঙ্গোত্রীর উপহিমবাহ চতুরঙ্গী৷ পরিস্থিতির উন্নতি না হলে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ গলে যেতে পারে এই হিমবাহটি৷ এর প্রভাব এড়াতে পারবে না গঙ্গা৷ জলস্তর বেড়ে গিয়ে বন্যা হতে পারে গাঙ্গেয় উপত্যকায়৷ সাম্প্রতিক একটি গবেষণাপত্রে এমনই আশঙ্কা করা হয়েছে৷

উপগ্রহের থেকে পাওয়া ও কাইনেমেটিক জিপিএসের তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন জি বি পন্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব হিমালয়ান এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের (আইআইএসসি) সেন্টার ফর আর্থ সায়েন্সের গবেষকরা৷ ১৯৮৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপগ্রহের পাঠানো তথ্যে দেখা যাচ্ছে যে গঙ্গোত্রী থেকে ক্রমশ দূরে সরছে চতুরঙ্গী হিমবাহ৷ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘কারেন্ট সায়েন্স জার্নাল’-এর ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত হবে গবেষণাপত্রটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fourteen =