জগন্নাথ মন্দিরে অষ্টপ্রহর চলে গান্ধিজির পুজো

ওডিসা : দেব-দেবীর আসনে এখনও পুজিত হন মহাত্মা গান্ধি৷ জগন্নাথ মন্দিরে দেবতার আসনে স্বয়ং গান্ধী৷ ওডিসার বহরমপুরে অবস্থিত জগন্নাথ মন্দিরে গত ৬০ বছর ধরে চলেছে গান্ধী পুজো৷ জানা গিয়েছে, ১৯৬০ সাল থেকে গান্ধী মূর্তিতে জল-বতসা দিয়ে অন্য দেব-দেবীর সঙ্গেই চলছে পুজোপাঠ৷ ভাগবতগড়ি এই মন্দরে প্রধান দেবতা জগন্নাত৷ কিন্তু, জগন্নাথ দেবের পাশাপাশি পুজোতি হন গান্ধীজি৷ মন্দিরের

জগন্নাথ মন্দিরে অষ্টপ্রহর চলে গান্ধিজির পুজো

ওডিসা : দেব-দেবীর আসনে এখনও পুজিত হন মহাত্মা গান্ধি৷ জগন্নাথ মন্দিরে দেবতার আসনে স্বয়ং গান্ধী৷ ওডিসার বহরমপুরে অবস্থিত জগন্নাথ মন্দিরে গত ৬০ বছর ধরে চলেছে গান্ধী পুজো৷

জানা গিয়েছে, ১৯৬০ সাল থেকে গান্ধী মূর্তিতে জল-বতসা দিয়ে অন্য দেব-দেবীর সঙ্গেই চলছে পুজোপাঠ৷ ভাগবতগড়ি এই মন্দরে প্রধান দেবতা জগন্নাত৷ কিন্তু, জগন্নাথ দেবের পাশাপাশি পুজোতি হন গান্ধীজি৷ মন্দিরের পুজারি জানিয়েছেন, তিনি অষ্টপ্রহর ধরেই ধান্ধীজিকে পুজো করেমন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =