নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ইস্যুতে ফের উল্টো সুর গাইল চিন। মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিতে রাষ্ট্রসঙ্ঘে সবরকম চেষ্টা চালাচ্ছে আমেরিকা।
এরইমধ্যে ফের মার্কিন প্রশাসনের নীতির সমালোচনা করল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, এব্যাপারে গঠনমূলক ও যুক্তিসঙ্গত সমাধান চায় বেজিং। তা না হলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শান্তি ও স্থিতিবস্থা নষ্ট হবে। মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি অনেকগুলি জটিল বিষয়ের সঙ্গে যুক্ত। চিন সর্বদাই এব্যাপারে আলোচনা ও সহমতের ভিত্তিতে যথাযথ সমাধানের পক্ষে।