‘NEET-JEE পিছনোর অর্থ পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা’ প্রধানমন্ত্রীকে চিঠি শিক্ষাবিদদের

‘NEET-JEE পিছনোর অর্থ পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা’ প্রধানমন্ত্রীকে চিঠি শিক্ষাবিদদের

 

নয়াদিল্লি: সর্ব ভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (নিট) এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা জয়েন্ট এনট্রান্স এগজামিনেশন (জেইই) স্থগিত করার দাবিতে সোচ্চার দেশের একাধিক বিরোধী দল৷ কিন্তু নিট এবং জেইই মেন আরও পিছিয়ে দেওয়া হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে আপোষ করা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মর্মে চিঠি পাঠালেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেড়শোরও বেশি শিক্ষাবিদ৷ 

আরও পড়ুন-  এখনই নয় পরীক্ষা, সোনিয়ার ডাকা বৈঠকের সুরেই কেন্দ্রের বিরুদ্ধে মমতার

 

কোভিড পরিস্থিতির মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে নিট ও জেইই মেন পরীক্ষার আয়োজন পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী-শাসিত রাজ্যগুলি। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে আইনি পথে হাঁটার সিদ্ধান্তই চূড়ান্ত করেছে সাত রাজ্যের মুখ্যমন্ত্রী৷ নিট-জেইই স্থগিতের দাবিতে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁদের দাবি, এই অতিমারির মধ্যে নিট এবং জেইই পরীক্ষা নেওয়া হলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিপদে পড়তে হবে৷ কিন্তু প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শিক্ষাবিদরা জানিয়েছেন, ‘‘নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলার চেষ্টা করছে৷ ’’ 

 

ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘‘যুবসমাজ ও ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ৷ কিন্তু কোভিড -১৯ পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ ও কর্মজীবনে অনিশ্চিয়তার মেঘ জমে উঠেছে। ভর্তি এবং পঠনপাঠন সম্পর্কে যে আশঙ্কা তৈরি হয়েছে তার প্রাথমিকভাবে সমাধান করা দরকার।”  প্রতি বছরের ন্যায় এই বছরও কয়েক লক্ষ ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পাশ করেছে৷ পরবর্তী পর্যায়ে পৌঁছনোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁরা৷ 

আরও পড়ুন- কলকাতার কলেজে ভর্তির ঢল, ফাঁকা জেলার কলেজ

 

শিক্ষাবিদরা লিখেছেন, ‘‘সরকার নিট ও জেইই মেন পরীক্ষার দিন ঘোষণা করেছে৷ পরীক্ষা আরও পিছনো হলে, পড়ুয়াদের একটা মূল্যবান বছর নষ্ট হয়ে যাবে৷ কোনও মূল্যেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ও তাঁদের স্বপ্নের সঙ্গে সমঝোতা করা সম্ভব নয়৷ তবে কেউ কেউ তাঁদের নিজস্ব রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য সরকারের বিরোধিতা করে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে খেলার চেষ্টা করছে৷’’

 

চিঠিতে যে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা স্বাক্ষর করেছেন সে গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, দিল্লি বিশ্ববিদ্যালয়, ইগনু, লখনউ বিশ্ববিদ্যালয়, জেএনইউ, বিএইচইউ, আইআইটি দিল্লি৷ রয়েছে লন্ডন বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেম, ইজরায়েলের বেন গুরিয়ো বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শিক্ষাবিদরা। চিঠিতে সরকারের প্রতি আস্থা রেখে তাঁরা লিখেছেন, 'ছাত্রদের সুরক্ষার কথা ভেবে সরকার সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সফলভাবে নিট ও জেইই-র আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =