আসছে ফনি, ঘরছাড়া অন্তত ৮ লক্ষ মানুষ

ওড়িশা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে ওড়িশা উপকূলের দিকে৷ ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ফনি৷ ঘণ্টায় পাঁচ কিলোমিটার করে এগচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়৷ বিশাখাপত্তনম থেকে ২৩০ কিমি দূরে রয়েছে ফনি৷ কলকতা থেকে ফনি এখন ৯০০ কিলোমিটারে দূরে অবস্থান করছে৷ আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ওড়িশার ১৯টি জেলায় এর প্রভাব পড়তে পারে৷ প্রভাব পড়বে

আসছে ফনি, ঘরছাড়া অন্তত ৮ লক্ষ মানুষ

ওড়িশা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে ওড়িশা উপকূলের দিকে৷ ৪২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ফনি৷ ঘণ্টায় পাঁচ কিলোমিটার করে এগচ্ছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়৷ বিশাখাপত্তনম থেকে ২৩০ কিমি দূরে রয়েছে ফনি৷ কলকতা থেকে ফনি এখন ৯০০ কিলোমিটারে দূরে অবস্থান করছে৷

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ওড়িশার ১৯টি জেলায় এর প্রভাব পড়তে পারে৷  প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায়৷ আর তার জেরেই পুরী, কেন্দ্রাপড়া, বালেশ্বর, ময়ূরভঞ্জ, গজপতি, কটক, জাজপুর-সহ ৮ লক্ষেরও বেশি মানুষকে ওড়িশা উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ৮৭৯টির বেশি সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের মানুষদের ওই সাইক্লোন সেন্টারেই আপাতত রাখা হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ‘ফনি’র প্রভাবে বাংলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ যার গতি ক্রমে বাড়তে থাকবে। শুক্র ও শনিবার তা ৮৫ কিলোমিটার থেকে ১১৫ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবাহিত হতে পারে। ওই দু’দিনে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ‘ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার’ থেকে জানানো হয়েছে৷

ইতিমধ্যেই পুরীর সব হোটেল খালি করে দিয়েছে প্রশাসন৷ শুক্রবার থেকে সব বুকিং বাতিল করা হয়েছে৷ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করা হয়েছে৷ এমনকি, বেশ কিছু বাসেরও ব্যবস্থা করা হয়েছে ওড়িশা প্রশানের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =