বাবা প্রণবকে কাঁধে চাপিয়ে শেষকৃত্য ছেলের, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায়

বাবা প্রণবকে কাঁধে চাপিয়ে শেষকৃত্য ছেলের, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায়

 

নয়াদিল্লি:  দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের৷ লোগী রোডের শ্মশানে গান স্যালুটে চির বিদায় জানানো হল দেশের ১৩ তম রাষ্ট্রপতিকে৷ সেই সঙ্গে ইতি পড়ল দীর্ঘ পাঁচ দশকের এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের৷ 

এদিন লোগী রোডের শ্মশানে নিয়ে যাওয়ার আগে সেনা হাসপাতাল থেকে দিল্লির রাজাজি মার্গে তাঁর বাসভবনে নিয়ে আসা হয় প্রয়াত রাষ্ট্রপতির নিথর দেহ৷ গত ৯ অগাস্ট রাতে দিল্লির রাজাজি মার্গের বাসভবনেই শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু৷ মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে তাঁর৷ অস্ত্রোপচার করার আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে জানা যায়, তিনি করোনা আক্রান্ত৷ 

আরও পড়ুন- শেষবার বাসভবনের পৌঁছল প্রণব-দেহ, মাথা নুইয়ে প্রণাম মোদীর

এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে তাঁকে যে ঘরে শায়িত রাখা হয়েছিল, প্রোটেকল মেনে সেই ঘরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি৷ বরং সকলে তাঁর ছবিতেই সম্মান জানান৷ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ৷

আরও পড়ুন- প্রণব-প্রয়াণে শোকস্তব্ধ ঢাকুরিয়া, এখান থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির রোডম্যাপ

এরপর কোভিড প্রোটোকল মেনে বিশেষ শববাহী গাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে৷ সোশ্যাল ডিস্টেন্স এবং অন্যান্য কোভিড প্রোটকল মেনেই শেষ কৃত্য সম্পন্ন করা হয়৷ দুপুর আড়াইটে নাগাদ লোদী রোড মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ পিপিই কিট পড়েই শেষকৃত্য করেন তিনি৷ পরিবারের বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন পিপিই কিট পড়েই৷ কোভিড প্রোটোকল মেনে লোক সংখ্যাও ছিল সীমিত৷ 

ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে৷ এই সাতদিন সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ছবি পোস্ট করেছিলেন৷ যেখানে প্রণব মুখোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল নমোকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =