Aajbikel

লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে ধর্নায়, কোথা থেকে অর্থ পেলেন কুস্তিগিররা

 | 
wrestlers

নয়াদিল্লি: বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে অভিযোগ তুলে গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না চালাচ্ছিলেন কুস্তিগিরেরা। কিন্তু দিল্লি পুলিশের হস্তক্ষেপে অবশেষে সেই ধর্না ছেড়ে উঠতে বাধ্য হয়েছেন তারা। কিন্তু ক'দিনের ধর্নায় কত টাকা খরচ হল? যে তথ্য সামনে উঠে আসছে তাতে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। কোথা থেকে এই অর্থ পেলেন কুস্তিগিররা? তাহলে কি কোনও রাজনৈতিক দলের সাহায্য নিয়েছেন তারা? 

কুস্তিগিরদের তরফে জানান হয়েছে, ধর্না করতে গিয়ে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে তাঁদের। কিন্তু এর মধ্যে এক টাকাও তারা কোনও রাজনৈতিক দলের থেকে হোক বা অন্য কোনও ক্ষেত্র থেকে নেননি। পুরোটাই নিজেদের পকেট থেকে খরচ করেছেন। প্রতিবাদী কুস্তিগির ভিনেশ ফোগাটের স্বামী সোমবীর রাঠি ছিলেন এই ধর্নায়। তিনি জানান, গদি, বিছানার চাদর, স্পিকার, মাইক, খাবার, জল সবকিছু তাঁদের নিজেদের ব্যবস্থা করতে হয়েছে। প্রথম দিকে জল এবং খাবার কিনেছিলেন তারা এখন বাকি জিনিস ভাড়া নেন। দিনপ্রতি ২৭ হাজার টাকা খরচ হচ্ছিল তখন। কিন্তু পরে যখন তারা বোঝেন যে ধর্না অনেক দিনই চলবে, তখন জিনিস কিনতে থাকেন তারা। 

সোমবীর আরও জানান, ৫০ হাজার টাকা দিয়ে নিজের গ্রাম থেকে গদি কেনেন তারা। তারপর দিল্লি থেকেই ৬০ হাজার টাকায় স্পিকার ও মাইক নেন। ধর্না শুরু করার পরে পাঁচ দিনেই ৫ লক্ষ টাকা তাঁদের খরচ হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তারপর একে একে নিজেদের টাকা দিতেই যথাসম্ভব সবকিছু করেছেন তারা। 

Around The Web

Trending News

You May like