আজ থেকে স্বাভাবিক হচ্ছে উপত্যকায় মোবাইল পরিষেবা

শ্রীনগর: অবশেষে স্বাভাবিক হওয়ার পথে জম্মু-কাশ্মীর৷ আজ খুলে দেওয়া হচ্ছে পোস্টপেড মোবাইল পরিষেবা৷ আজ সোমবার দুপুর থেকে উপত্যাকার সর্বত্র পোস্টপেড মোবাইল নেটওয়ার্ক চালু করে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি৷ গত শনিবার সাংবাদিক বৈঠক করে জম্মু-কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি জানিয়েছিলেন, আজ অর্থাৎ সোমবার থেকে ১০টি জেলায় দুপুর ১২টার পর থেকে পরিষেবা চালু করে দেওয়া

শ্রীনগর: অবশেষে স্বাভাবিক হওয়ার পথে জম্মু-কাশ্মীর৷ আজ খুলে দেওয়া হচ্ছে পোস্টপেড মোবাইল পরিষেবা৷ আজ সোমবার দুপুর থেকে উপত্যাকার সর্বত্র পোস্টপেড মোবাইল নেটওয়ার্ক চালু করে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি৷

গত শনিবার সাংবাদিক বৈঠক করে জম্মু-কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি জানিয়েছিলেন, আজ অর্থাৎ সোমবার থেকে ১০টি জেলায় দুপুর ১২টার পর থেকে পরিষেবা চালু করে দেওয়া হবে৷ যেকোনও সার্ভিস প্রোভাইডারের মোবাইল নেটওয়ার্ক কাজ করবে বলেও জানিয়েছিলেন তিনি৷

গত ১৬ আগস্ট থেকে সরকার ধাপে ধাপে নিষেধাজ্ঞা তোলার কাজ শুরু করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷ বর্তমানে উপত্যাকার ৯৯ শতাংশ এলাকায় কোনও বিধিনিষেধ নেই বলে দাবি করেছে বিজেপি৷ এই মুহূর্তে উপত্যাকা মোবাইল ব্যবহারকারী প্রায় ৭০ লক্ষ৷ তার মধ্যে পোস্টপেইড ব্যবহারকারীদের ৪০ লক্ষ৷ তবে বাকি ৩০ লক্ষ মোবাইল ব্যবহারকারী কবে থেকে তাঁদের মোবাইল ব্যবহার করতে পারবেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি প্রিন্সিপাল সেক্রেটারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =