যৌন আবেদন থেকে ফেম যশ, দেশের কাঙ্খিত পুরুষ এঁরা

আজ বিকেল: স্বপ্নের হিরো কাঙ্খিত পুরুষ মানুষ ভেদে পছন্দ বদলায়। কেউ মাচো ম্যান দেখলেই পাগল হয়ে যান কেউ বা চকলেট হিরো। তবুও ক্রিকেট , ফিল্মি দুনিয়া, ফ্যাশন বলয় ঠক করে দেয় পছন্দের রেশিও। একবার ঘুরে দেখি, এই তিন ক্ষেত্রের জনপ্রিয় হিরোদের। নাহ বিরাট কোহলি নেই ভারতীয় নারীর পছন্দের হিরোর তালিকার শীর্ষে রয়েছেন উরি ও রাজি

যৌন আবেদন থেকে ফেম যশ, দেশের কাঙ্খিত পুরুষ এঁরা

আজ বিকেল: স্বপ্নের হিরো কাঙ্খিত পুরুষ মানুষ ভেদে পছন্দ বদলায়। কেউ মাচো ম্যান দেখলেই পাগল হয়ে যান কেউ বা চকলেট হিরো। তবুও ক্রিকেট , ফিল্মি দুনিয়া, ফ্যাশন বলয় ঠক করে দেয় পছন্দের রেশিও। একবার ঘুরে দেখি, এই তিন ক্ষেত্রের জনপ্রিয় হিরোদের।

নাহ বিরাট কোহলি নেই ভারতীয় নারীর পছন্দের হিরোর তালিকার শীর্ষে রয়েছেন উরি ও রাজি ক্যাত নায়ক ভিকি কৌশল। তাঁর পাশের বাড়ি ছেলের ইমেজ নাকি অনেক বেশি আবেদন ময়। ফুটবলার প্রথমেশ মৌলিঙ্কারের পেটানো চেহারা, মারকাটারি চাহনিতে ঘায়েল সুন্দরী তন্বীরা। আপনা টাইম আগেয়া, মুম্বইয়ের গালিবয় রণবীর যেন ভারতীয় তরুণীদের আপনার জন। একবার সামনে পেলেই ছুঁয়ে দেখতে চায় সকলে। বিয়ের পরেও কমেনি ফ্যান বাহিনী, বরং বেড়েই চলেছে। দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা প্রেম করছেন বেলজিয়ান তরুণীর সঙ্গে। চোখের মাদকতায় ভারতীয় তরুণীদের তো প্রায় খুনই করে ফেলেন তিনি। বিয়ের পরেও ক্রিকেটের প্রতি তাঁর কমিটমেন্ট একফোটাও কমেনি, বরং জেতার আগ্রাসন বেড়েছ। হ্যাঁ তিনিই বিরাট কোহলি। যাঁর ফিটনেস ফান্ডা ব্যান্ড এনডর্সমেন্টকে বাড়িয়েই চলেছে। চাহিদাও একেবারে তুঙ্গে। বলিউডে সফল হিরোদের তালিকায় না এলেও সিদ্ধার্থ মালহোত্রা মানে প্রেমের প্রথম পাঠ। পোশাক সেন্স, স্টাইল ফান্ডা নিয়ে বলিউডের হার্টথ্রব তিনিই।

অভিনেতা নাকি গ্রিক দেবতা, এখনও ঠিক ঠাহর হয় না। রক্তমাংসের মানুষ ভাবলেই তো প্রেম পড়তে ইচ্ছে করবে, তিনি আর কেউ নন ঋত্বিক রোশন। শুধু অভিনয় নয় নাচেও সেট মাতাতে তাঁর জুড়ি মেলা ভার। বিচ্ছেদ হয়ে গেলে প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে ঋত্বিকের সম্পর্ক এখনও গভীর। হবেই তো প্রেম যে তাঁর পিছু ছাড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 3 =