কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিল কেন্দ্র, জারি বিদ্রোহ

রীনগর: কাশ্মীর সমস্যা সমস্যা ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব উঠতেই উত্তাল সাংসদ৷ বিরোধীদের উবল বিরোধীতার জেরে পণ্ড রাজ্যসভার অধিবেশন৷ সোমবার অধিবেশ শুরুতেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের প্রস্তাবে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি৷ অমিত শাহের প্রস্তাব জমা পড়তেই তুমুল বিক্ষোভ দেখান রাজ্যসভার সাংসদরা৷ পরিস্থিতি এমন হয়ে ওঠে, অধিবেশ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিল কেন্দ্র, জারি বিদ্রোহ

রীনগর: কাশ্মীর সমস্যা সমস্যা ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব উঠতেই উত্তাল সাংসদ৷ বিরোধীদের উবল বিরোধীতার জেরে পণ্ড রাজ্যসভার অধিবেশন৷ সোমবার অধিবেশ শুরুতেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের প্রস্তাবে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি৷ অমিত শাহের প্রস্তাব জমা পড়তেই তুমুল বিক্ষোভ দেখান রাজ্যসভার সাংসদরা৷ পরিস্থিতি এমন হয়ে ওঠে, অধিবেশ বাতিল মুলতবি করতে বাধ্য হল উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার এম বেঙ্কাইয়া নাইডু৷

রবিবার থেকেই ফের উত্তপ্ত কাশ্মীর৷ ছড়িয়ে আতঙ্ক৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ কিছু এলাকায় কারফিউ জারি হয়েছে৷ বন্ধ ইন্টারনেট৷ স্তব্ধ টেলি যোগাযোগ৷ নিয়ন্ত্রণরেখায় বাড়ানো হয়েছে সেনা৷ পাক সেনার হামলার যোগ্য জবাবও দিতে শুরু করেছে ভারতীয় সেনা৷ ইতিমধ্যেই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে অন্তত চার পাক জওয়ানের৷ খতম আরও তিন জঙ্গি৷ এই নিয়ে ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতিতে গৃহবন্দি কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি৷ মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা উসমান মজিদ ও সিপিএমের এমএলএ নেতা এম ওয়াই তারিগামি৷

কাশ্মীর সমস্যায় মেটাতে জারি হওয়া ৩৭০ ধারা কী? ৩৭০ ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয় ১৯৪৯ সালের ১৭ অক্টোবর৷ এই ধারা জারি করে জম্মু ও কাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয়৷ ওই বিশেষ ধারাবলে জম্মু ও কাশ্মীর রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয়েছিল৷ ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তানে বিভাজন করে ভারতীয় সাংবিধানিক আইন কার্যকর হওয়ার সময়কাল থেকেই ভারতভুক্তির বিষয়টি কার্যকরী হয়৷ ভারতভুক্তি হওয়ার শর্ত হিসেবে জম্মু কাশ্মীরে সংসদ প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ক্ষমতাধর৷ কাশ্মীরের ভারতভুক্তির ৫ নং উপধারায় জম্মু ও কাশ্মীরের রাজা হরি সিং উল্লেখ করে দিয়েছিলেন, তাঁর সম্মতি ছাড়া ভারতের স্বাধীনতা আইনে রাজ্যের ভারতভুক্তি কোনও সংশোধনী আইনের মাধ্যমে বদলানো যাবে না৷ ৭ নং উপধারায় বলা ছিল, এই ভারতভুক্তির শর্তাবলী ভবিষ্যৎ কোনও সংবিধানের মাধ্যমে বদলাতে বাধ্য করা যাবে না।

৩৭০ ধারা কি বিলোপ করা যেতে পারে? রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে অনুচ্ছেদ ৩৭০ (৩) বিলোপ করা যেতেই পারে৷ তবে তেমন নির্দেশের জন্য জম্মু ও কাশ্মীরের গণপরিষদের সম্মতি প্রয়োজন৷ কিন্তু গণপরিষদ বিলুপ্ত হয়ে গিয়েছে ২৬ জানুয়ারি ১৯৫৭ সালে৷ ফলে একটা মত হল, ৩৭০ ধারা আর বিলোপ করা যেতে পারে না৷ তবে এ ব্যাপারে আরেকটি মতও রয়েছে, সেটা হল রাজ্য বিধানসভার সম্মতিক্রমে এই বিলোপের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে৷ আজ, সংসদে প্রস্তাব পেশ করে কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয়৷ কেন্দ্রের প্রস্তাবে রাষ্ট্রপতির স্বাক্ষের পর আজ থেকেই উঠে গেল ৩৭০ ধারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *