ফের অস্বস্তিতে অর্ণব গোস্বামী, মহিলা পুলিশ অফিসারকে লাঞ্ছনার অভিযোগে দায়ের FIR

ফের অস্বস্তিতে অর্ণব গোস্বামী, মহিলা পুলিশ অফিসারকে লাঞ্ছনার অভিযোগে দায়ের FIR

মুম্বই: ফের অস্বস্তিতে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী৷ মহিলা পুলিশ অফিসারকে ‘লাঞ্ছনা’র অভিযোগে নতুন করে এফআইআর দায়ের করা হল তাঁর বিরুদ্ধে৷ এনএম জোশী মার্গ থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ 

আরও পড়ুন- ১৪,০০০ স্কলার্শিপের ঘোষণা UGC-র, সঙ্গে মাসিক ৭৮০০ টাকা স্টাইপেন্ড!

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার মুম্বইয়ে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৫০৪, ৫০৬ এবং ৩৪ নম্বর ধারায় গ্রেফতার হন সম্পাদক৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আলিবাগ আদালতে৷ সেখানে জামিনের আবেদন খারিজ করে অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক৷ এবার নতুন করে এফআইআর দায়ের করা হল তাঁর বিরুদ্ধে৷ অভিযোগ, গতকাল সকালে তাঁকে গ্রেফতার করার সময় এক মহিলা পুলিশ অফিসারকে তিনি লাঞ্ছিত করেছেন৷ অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে তাঁকে নিগ্রহের অভিযোগ আনেন রিপাবলিক টিভির সম্পাদক৷ তাঁকে সিভিল হাসপাতালে মেডিক্যাল চেকআপ করানোর জন্য নিয়ে যাওয়া হয়৷ তবে আদালত তাঁর উপর নিগ্রহের অভিযোগ খারিজ করে দিয়েছে৷ অর্ণব গোস্বামী তাঁর কবজিতে যে ক্ষত দেখিয়েছেন, তা পুরনো আঘাত বলেই মনে করা হচ্ছে৷ 

এদিকে, অর্ণব গোস্বামীর গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ মুম্বইয়জুড়ে তাঁর গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, প্রকাশ জাভরেকরের মতো নেতারা৷ যে ভাবে রায়ঘর পুলিশ তাঁকে গ্রেফতার করেছে, তার প্রতিবাদ জানিয়েছেন নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন (এনবিএ)৷ তাদের কথায়, মিডিয়া আইনের উর্ধে নয়৷ তবে তাঁর সঙ্গে যাতে যথাযথ ব্যবহার করা হয় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠকরের কাছে সেই আবেদন জানিয়েছে তারা৷ 

আরও পড়ুন- এবার হোয়াটসঅ্যাপেই রান্নার গ্যাস বুকিং! পদ্ধতি একেবারেই সহজ

প্রসঙ্গত, ২০১৮ সালে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক৷ তাঁরা  সুইসাইড নোটে তাঁদের মৃত্যুর জন্য অর্ণব গোস্বামীকে দায়ী করে যান৷ অন্বয়ের অভিযোগ, অর্ণব গোস্বামী এবং আরও দু’জন তাঁকে ৫ কোটি ৪০ লক্ষ পাওনা টাকা না দেওয়ায় প্রবল আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =