নয়াদিল্লি: করোনা ভাইরাস সংক্রমণে ইতিমধ্যেই দেশের অনেক শিশু তার বাবা-মাকে হারিয়েছে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই শিশুদের দায়িত্ব কে বা কারা নেবে। তবে এই প্রেক্ষিতে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, কোভিডে বাবা-মা হারানো শিশুদের জন্য স্বাস্থ্য বীমা নির্ধারণ করা হচ্ছে। পিএম কেয়ার ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে।
আরও পড়ুন- ডিভিসি’র জন্য রাজ্যে ৪ বার বন্যা! মোদীকে চিঠিতে লিখলেন মমতা
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ১৮ বছর পর্যন্ত মাসে মাসে দেওয়া হবে এই টাকা। ২৩ বছর বয়স হলে পাওয়া যাবে এককালীন ১০ লক্ষ টাকা। আর স্বাস্থ্য বীমার এই অর্থ আসবে পিএম কেয়ার ফান্ড থেকে। ইতিমধ্যেই এই বিষয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। টুইটে সরকারি ওয়েবসাইটের লিঙ্ক পর্যন্ত দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২১-এর ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ারের অধীনে শিশুদের জন্য বিশেষ প্রকল্পের সূচনা করেছিলেন।
कोविड से प्रभावित बच्चों के देखभाल हेतु उठाए कदमों के तहत 18 साल तक के बच्चों को आयुष्मान भारत के तहत 5 लाख रुपये का मुफ्त स्वास्थ्य बीमा दिया जाएगा और इसके प्रीमियम का भुगतान पीएम केयर्स द्वारा किया जाएगा। #MonsoonSession https://t.co/Gxpj7sFlYV pic.twitter.com/kfa7fTWigq
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) August 4, 2021
ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস তৃতীয় ঢেউ আসার আশঙ্কা করা হচ্ছে চলতি মাসের শেষেই। এবার শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে একাধিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই প্রেক্ষিতে শিশুদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন আরো দ্রুত বাজারে আনার প্রক্রিয়া চলছে। তবে এবার যাতে শিশুদের এবং সাধারণ মানুষের বেশি ক্ষয়ক্ষতি না হয় তার জন্য আগাম পরিকল্পনা করেছে কেন্দ্র এবং একাধিক রাজ্য সরকার। তার আগে অনাথ শিশুদের জন্য এই সহকারী স্বাস্থ্য বীমা যে তাদের ভবিষ্যৎ আরো বেশি করে সুরক্ষিত করবে তা বলাই বাহুল্য।