জওয়ানদের জন্য বিনামূল্য উড়ান পরিষেবা দেব কেন্দ্র

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে নিযুক্ত কেন্দ্রীয় পুলিশ কর্মীদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবার ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ বাড়ি যাওয়া ও ফিরে এসে কাজে যোগদানের জন্য এই পরিবেষা দেওয়া হবে তাঁদের৷ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার এক সপ্তাহ পর ঘোষণা কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জন্য এই পরিষেবায় যুক্ত হবে এয়ার ক্যুরিয়ার পরিষেবাও৷ কিছু

74c9b999a50fb801b8eb6e8cf9b1bcc0

জওয়ানদের জন্য বিনামূল্য উড়ান পরিষেবা দেব কেন্দ্র

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে নিযুক্ত কেন্দ্রীয় পুলিশ কর্মীদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবার ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ বাড়ি যাওয়া ও ফিরে এসে কাজে যোগদানের জন্য এই পরিবেষা দেওয়া হবে তাঁদের৷ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ান শহিদ হওয়ার এক সপ্তাহ পর ঘোষণা কেন্দ্রীয় সরকার৷

কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জন্য এই পরিষেবায় যুক্ত হবে এয়ার ক্যুরিয়ার পরিষেবাও৷ কিছু রুটের বিমানে একটি নির্দিষ্ট এয়ারক্রাফট তাঁদের জন্য থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷ এই ঘোষণার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় পুলিশ কর্মীদের যাতায়াতের সময় বাঁচবে, তেমনই সড়ক পথে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘ সময় নষ্ট হবে না৷

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ট্যুইটে জানানো হয়েছে, “এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ৭৮০,০০০ সিএপিএফ জওয়ান৷ যাঁদের মধ্যে রয়েছেন কনস্টেবল, হেড কনস্টেবল এবং এএসআই পদমর্যাদার কর্মী ও আধিকারিকরা৷  এই পরিষেবার মধ্যে থাকবে বাড়ি যাওয়া এবং কাজে যোগ দেওয়র ক্ষেত্রে উড়ান পরিষেবা৷ যে সমস্ত রুটে এই পরিষেবা প্রযোজ্য সেগুলি হন দিল্লি-শ্রীনগর, শ্রীনগর-দিল্লি, জম্মু-শ্রীনগর এবং শ্রীনগর-জম্মু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *