করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে বিনামূল্যে বুস্টার! কোথায় এই সিদ্ধান্ত

করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে বিনামূল্যে বুস্টার! কোথায় এই সিদ্ধান্ত

নয়াদিল্লি: মাঝে একদম কমে গিয়েছিল করোনার বাড়াবাড়ি। সকলে ভেবেছিল যে আগের মতো দিন আবার ফিরে আসছে কারণ বিধিনিষেধ শিথিল করা হয়েছিল দু’বছর পর। অনেক রাজ্যে নিয়ম উঠে গিয়েছে, মাস্কও বাধ্যতামূলক নেই। কিন্তু এই আবহে আবার ফিরে আসছে কোভিড আতঙ্ক। দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণ। আর তাই সব প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। আপাতত রাজধানী দিল্লিতে এই নিয়ম চালু হয়েছে।

আরও পড়ুন- ২৬টি দেশের পতাকা চিনিয়ে বিশ্ব রেকর্ড ১৪ মাসের খুদের, কুর্নিশ নেটিজেনদের

বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে করোনার ‘এক্সই’ রূপ, সব নিয়ে চিন্তার কোনও শেষ নেই। মনে করা হচ্ছে এই রূপগুলির জন্যই দেশে ফিরে আসছে করোনা, চতুর্থ ঢেউ নিয়ে। তাই যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় তাই সব প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মিজোরামে গত কয়েক সপ্তাহে ভালো মতো সংক্রমণ বেড়েছে। তাই এই সব রাজ্যেই আপাতত বুস্টার বিনামূল্যে দেওয়া হবে বলে ভাবনা। ইতিমধ্যে দিল্লিতে তা শুরু হয়ে গিয়েছে। প্রাপ্ত বয়স্করা যাতে আরও বেশি করে বুস্টার টিকা নেন, সেই কারণেই সবাইকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে, এমনই বলছে কেন্দ্র।

সম্প্রতি ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ রূপ চিহ্নিত হয়েছে। কয়েকটি দেশে করোনার এই দুই রূপ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, এমনটাই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে কি বিপদ আরও বেড়ে গেল? ‘হু’ আপাতত এই নিয়ে শঙ্কা প্রকাশ করছে না। তারা জানাচ্ছে, এই প্রজাতিতে সংক্রমণের হার বেশি হলেও ভয়াবহতা মাত্রা খুব বেশি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =