বাংলা পেতে চলেছে ৪ নতুন মন্ত্রী, ৪৩ জনের নাম প্রকাশ্যে

বাংলা পেতে চলেছে ৪ নতুন মন্ত্রী, ৪৩ জনের নাম প্রকাশ্যে

9cc5488919f9392dc604ecba7cbcfc2a

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা নিয়ে জল্পনা ছিল। আপাতত সেই জল্পনার নিরসন ঘটল, কারণ জানা গেল বাংলা থেকে কোন চার জন মন্ত্রী হতে চলেছেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, বাংলার চার সাংসদ সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর মন্ত্রী হতে চলেছেন, এছাড়াও বাকিদের নামের তালিকা প্রকাশ্যে এসে গিয়েছে।

 

নয়া মন্ত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন, সর্বানন্দ সোনেওয়াল, জোতিরাদিত্য সিদ্ধিয়া, জি কিষান রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, মীনাক্ষী লেখী, প্রতিমা ভৌমিক সহ আরও অনেকে। ইতিহাস গড়ে ত্রিপুরা থেকে প্রথমবার কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক সেই ব্যক্তি। মন্ত্রিসভায় নতুনদের জায়গা করে দিতে ইতিমধ্যেই অনেকে পদত্যাগ করেছেন। আগেই জানা গিয়েছিল যে, মোদীর নয়া টিমে উঠে আসতে চলেছে একাধিক নতুন মুখ৷ সেই টিমে থাকবে তারুণ্যের ছোঁয়া৷ যাঁরা নতুন দলের সদস্য হবেন, তাঁরা ইতিমধ্যেই দিল্লির দরবারে হাজিরা দিয়েছেন৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *